যশোরে চিকিৎসার অবহেলায় গৃহবধূ ময়নার মৃত্যুর ঘটনায় চিকিৎসক ক্লিনিক ম্যানেজার ও সেবিকার বিরুদ্ধে মামলা

0
352

বিশেষ প্রতিনিধি : চিকিৎসার অবহেলার কারনে গৃহবধূ ময়না বেগম (২৬) এর মৃত্যুর ঘটনায় কোতয়ালি মডেল থানায় চিকিৎসক ক্লিনিক ম্যানেজার ও সেবিকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন, নিহত গৃহবধুর স্বামী যশোর সদর উপজেলার পালবাড়ী গাজীর ঘাট এলাকার আব্দুল কাদের এর ছেলে ইসমাইল হোসেন হীরা। আসামীরা হচ্ছে,খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নরিয়া গ্রামের বর্তমানে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ ডাক্তার সুধির কুন্ডুর বাড়ির ভাড়াটিয়া অশি^ন কুমার কুন্ডুর ছেলে ডাক্তার পরিতোষ কুমার কুন্ডু, যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা বর্তমানে যশোর শহরতলী নীলগঞ্জ সাহাপাড়ার জাহিদের বাড়ির ভাড়াটিয়া আমজাদ হোসেনের ছেলে ঘোপ জেলরোডস্থ বন্ধন ক্লিনিকের ম্যানেজার আকরামুজ্জামান ও যশোর শহরের পুলিশ লাইন টালী খোলা এলাকার বাসিন্দা শাহ আলম জনির স্ত্রী বর্তমানে যশোর ঘোপ জেলরোড কুইন্স হাসপাতালে কর্মরত নার্স সুরাইয়া খাতুনসহ অজ্ঞাতনামা ২জন।
ময়না খাতুনের স্বামী ইসমাইল হোসেন হীরা তার দায়েরকৃত এজাহারে বলেছেন, তার স্ত্রী সন্তান সম্ভাবা। গত ১৪ নভেম্বর সন্ধ্যায় তার স্ত্রী ময়না বেগমের হঠাৎ বেদনা হলে তাকে দ্রুত যশোর কুইন্স হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগে কর্মরত নার্স সুরাইয়া খাতুন হীরাকে জানান,কুইন্স হাসপাতালের সামনে বন্ধন ক্লিনিকে এ ধরনের রোগের চিকিৎসা ভাল হয়। সেখানে ভর্তি করার পরামর্শ দেন। তার কথা মতো স্ত্রী ময়না বেগমকে বন্ধন ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসক পরিতোষ কুমার কুন্ডু ময়না বেগমকে ভর্তি করে নেয়। ভর্তির পর ময়না বেগমের আল্ট্রাসনো ও হিমোগ্লোবিন পরীক্ষা নিরীক্ষা করায়। তবে ডায়াবেটিক পরীক্ষার নির্দেশ না দিয়ে চিকিৎসক পরিতোষ কুমার কুন্ডু জানান,১৬ নভেম্বর পর্যন্ত ময়না বেগমের সন্তান হওয়ার তারিখ রয়েছে। অথচ ১৪ নভেম্বর রাতে ডাক্তার পরিতোষ কুমার কুন্ডু ও ম্যানেজার আকরামুজ্জামান ময়না বেগমের স্বামী ইসমাইল হোসেন হীরাকে জানান,রাতেই তার অস্ত্রোপচার করতে হবে। নইলে পেটের সন্তান মারা যাবে। তাদের কথা মতো রাতেই ময়না বেগমের অস্ত্রোপচার করা হয়। সন্তান বের করে হীরা কোলে দেন চিকিৎসক। চিকিৎসক বের হওয়ার কিছুক্ষণ পর ময়না বেগমনকে ক্লিনিকের ৭ নং বিছানায় নিয়ে যাওয়া হয়। সেখানে হঠাৎ ময়না বেগমের খিচুনী হয়। এক পর্যায় ময়না বেগম মারা যায়। চিকিৎসক পরিতোষ কুমার কুন্ডু ও ম্যানেজার আকরামুজ্জামান নিহত ময়না বেগমের শরীরে রক্ত পুশ করায়। অক্সিজেন প্রয়োজন হলে ৪০ মিনিট পর ময়নাকে অক্সিজেন দেওয়া হলেও তার পূর্বে ময়না বেগম মারা যায়। মারা যাওয়ার পর চিকিৎসক পরিতোষ কুমার কুন্ডু নিজেই এ্যাম্বুলেন্স ডেকে রোগীকে খুলনায় নিয়ে যাওয়ার কথা বলে। এরই মধ্যে ময়না যে মারা গেছে স্বামী হীরা বুঝতে পেরে ভগ্নিপতি সাইফুল ইসলামকে বলে কোতয়ালি মডেল থানায় খবর দেয়। কোতয়ালি মডেল থানা থেকে পুলিশ এসে চিকিৎসক পরিতোষ কুমার কুন্ডু ও আকরামুজ্জামানকে তাদের হেফাজতে নেয়। পরবর্তীতে হীরার দায়ের করা এজাহার মামলা হিসেবে নথিভূক্ত করেন। পরিতোষ কুমার কুন্ডু ও আকরামুজ্জামানকে গ্রেফতার দেখানো হয় উক্ত মামলায়। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।