যশোরে ছেলের বউকে উত্যক্তর প্রতিবাদ করায় হামলা মারপিট ও নগদ টাকা লুট

0
328

বিশেষ প্রতিনিধি : ছেলের বউকে উত্যক্তসহ কু- প্রস্তাব দেওয়ায় ভয়ে বাপের বাড়িতে পাঠানোর পর প্রতিবেশী দূবৃর্ত্তরা এক বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা লুট ও ভাংচুর চালিয়ে ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি সদর উপজেলার ভাতুড়িয়া মধ্য পাড়াস্থ গ্রামে। আসামীরা হচ্ছে, ভাতুড়িয়া পশ্চিম পাড়ার মৃত এজাহার আলী গাজীর ছেলে ফিরোজ হোসেন ও জনি হোসেন পেটুক। পুলিশ লম্পট ফিরোজ হোসেনকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে
সদর উপজেলার ভাতুড়িয়া মধ্যপাড়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী মোছাঃ রওশন আরা মাছু বুধবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, ফিরোজ হোসেন লম্পট ও দুঃশ্চরিত্রের। মাছুর ছেলে সোহাগ হোসেনের স্ত্রী মোছাঃ সাগরিকাকে ফিরোজ প্রায় সময় উত্যক্তসহ কু-প্রস্তাব দেয়। বিষয়টি মাছু ও তার পরিবার ফিরোজ হোসেনের ভাই জনি হোসেনকে অভিযোগ করে নিষেধ করে। উল্টো জনি হোসেন ফিরোজকে আরো ইন্দোন দেয়। ভয়ে ছেলে বউ সাগরিকাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। বাপের বাড়িতে পাঠানোর ফলে উক্ত ফিরোজ হোসেন মাছুর পরিবারকে ক্ষতি করার জন্য সুযোগ খুঁজতে থাকে। মঙ্গলবার ১০ মার্চ রাত সাড়ে ১১ টায় ফিরোজ হোসেনসহ জনি হোসেন ও অজ্ঞাতনামা ৩/৪জন মাছুর বাড়িতে এসে গালিগালাজ করতে থাকে। মাছুর স্বামী জাকির হোসেন প্রতিবাদ করলে তাকে লোহার রড দিয়ে মারপিট করে। এ সময় মাছু ঠেকাতে এলে তাকে মারপিট পূর্বক শ্লীলতাহানী ঘটিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে ১৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ সময় বালিশের নীচে থাকা জমি বিক্রির নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে প্রাণ নাশের হুমকী দিয়ে দ্রুত চলে যায়। পুলিশ এ ঘটনায় ফিরোজ হোসেনকে বুধবার রাতে গ্রেফতার পূর্বক বৃহস্পতিবার দুপুরে আদালতে সোর্পদ করে।