যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
416

নিজস্ব প্রতিবেদক :  ’বিরোধ হলে শুধুু মামলা নয় লিগ্যাল এইড অফিসে আপোষও হয়’এই প্রতিপাদ্যে যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা জজ কোর্ট ভবন থেকে র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ র‌্যালীতে উপস্থিত ছিলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম মামুনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার এছাড়া প্রতিিষ্ঠাতা ওনর্বিাহী পরচিালক বাচতে শখো এঞ্জলো গোমজে, বাররে সক্রেটোরী এ্যাডঃ এমএ গফুর, এ্যাডঃ এম ইদ্রীস আলী, একএেম হাসানূর রহমান আসাদ ও লিগাল এইড অফসিার জামাল হোসনে সহ জেলার সরকারী অফিসের কর্মকর্তা ,এনজিও কর্মকতাসহ সকল আইনজীবীরা। র‌্যালী শেষে জেলা জজ আদালতের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এঅনুষ্ঠান র্সাবকি পরচিালনা করনে যুগ্ন জলো জজ ও ভারপ্রাপ্ত লগিাল এইড র্কমর্কতা জামাল হোসনে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here