যশোরে জাতীয় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

0
535

নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনে যশোরে গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যায়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে সরকারী এম এম কলেজ ও সরকারী মহিলা কলেজে আলোচনা সভা ও শোভা বের করা হয়। সরকারী এম এম কলেজে আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কাওসার, শিক্ষক পরিষদের সম্পাদক এ আইএম শরীফ হোসেন, যুগ্ম-সম্পাদক আরএম জাকারিয়া প্রমুখ। আলোচনা সভার আগে কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রা বের হয়। অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমানের নেতৃত্বে এতে অংশ নেন প্রফেসর সুধীররঞ্জন নাথ, প্রফেসর আজমল হায়দার খান, সহযোহী অধ্যাপক আ.খ.ম ড. রেজাউল করীম, শিক্ষক সমিতির ক্রীড়া সম্পাদক শাহাজান কবীর, প্রভাষক বিষ্ণপদ সহ সকল শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রীবৃন্দ। সরকারী মহিলা কলেজে আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর ড. এম. হাসান সরোওয়ার্দীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মাহাবুবুল হক খান, প্রফেসর হোসনে আরা খাতুন, ইকবাল আনোয়ার, মোফাজ্জেল হোসেন প্রমুখ। আলোচনার আগে অধ্যক্ষের নেতৃত্বে ক্যাম্পাস চত্ত্বরে শোভাযাত্রা বের হয়। আর আলোচনা সভার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here