যশোরে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

0
467

বিশেষ প্রতিনিধি : রোববার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে জাতীয় ভ্যাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে যশোর কাস্টমস দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার শওকত হোসেন বেলুুন ও কবুতর উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল অডিটোরিয়মে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার শওকত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ বিজিবির সিও লে, কর্ণেল আরিফুল হক প্রমুখ। মূল প্রবন্ধ উপাস্থাপন করেন যশোর কাস্টমসের অতিরিক্ত কমিশনার শেখ আবু ফয়সাল মোহাম্মদ মুরাদ। শেষে ২০১৫-১৬ অর্থ বছরের জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ভ্যাট প্রদানকারী ২৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here