যশোরে ট্রাকের সাথে সংঘর্ষে কুইন্সের অ্যাম্বুলেন্স চালক নিহত

0
368

নিজস্ব প্রতিবেদক : যশোরে রোগী বাসায় রেখে ফেরার পথে ট্রাকের সাথে সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম মামুন হোসেন ওরফে মানিক (৪০)। তিনি শহরতলী মুড়লী মোড়ের আব্দুল মজিদের ছেলে। মানিক যশোর শহরের কুইন্স হসপিটালে অ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত ছিলেন।

কুইন্স হসপিটালের ব্যবস্থাপক মিঠু সাহা জানিয়েছেন, শনিবার বিকেলে এক রোগীকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। ওই রোগীকে অ্যাম্বুলেন্স করে বেনাপোল পৌর এলাকার বাড়িদে পৌঁছে দিয়ে ফিরছিলেন মানিক। পথিমধ্যে নতুনহাট এলাকায় আসলে সামনে থেকে আসা একটি ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান চালক মানিক। আরেক অ্যাম্বুলেন্স চালক রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। রড বহনকারী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সের সামনে আঘাত করে। দুর্ঘটনায় চালক ঘটনাস্থলে মারা যায়। আঘাতে অ্যাম্বুলেন্স দুমড়ে মুছড়ে গেছে। পুলিশ তার মৃতদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিও দাস জানান, পুলিশ মৃত অবস্থায় অ্যাম্বুলেন্স চালক মানিককে জরুরি বিভাগে আনে। তার মাথা, মুখ ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মানিকের মৃত্যুতে কুইন্স হসপিটালের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।