যশোরে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রগুলিসহ গ্রেফতার এক

0
640

বিশেষ প্রতিনিধি : রোববার গভীর রাতে সদর উজেলার বালিয়া ভেকুটিয়া বটতলায় ডাকাতি প্রস্তুতিকালে স্থানীয় লোকজন রাশেদুল হাসান ওরফে রাহুল (২৫) নামে এক ডাকাত সদস্যকে গণপিটুনী দিয়েছে। পরে খবর পেয়ে পুলিশ রাহুলকে একটি পিস্তল,ম্যাগজিন,এক রাউন্ড গুলি ও ৫টি হাসুয়াসহ গ্রেফতার করেছে। সে যশোর শহরতলী চাঁচড়া চেকপোষ্ট পশ্চিম পাড়ার নাজিম উদ্দিনের ছেলে। ডাকাতি প্রস্তুতি,গণপিটুনীতে আহত ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। দু’টি মামলায় রাহুলকে এবং অপর মামলায় বালিয়া ভেকুটিয়ার অজ্ঞাতনামা ৩০/৩৫জন গ্রাম বাসীকে আসামী করা হয়েছে। মামলাগুলির বাদি হয়েছেন কোতয়ালি মডেল থানার এসআই হাসানুর রহমান।
কোতয়ালি মডেল থানার এসআই হাসানুর রহমান জানান, শনিবার দিবাগত গভীর রাতে ডিউটি করাকালে খবর পান সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া বটতলা নামকস্থানে ডাকাতি প্রস্তুতিকালে স্থানীয় গ্রাম বাসী এক ডাকাতি সদস্যকে ধরে গন ধোলাই দিয়ে উক্ত বটগাছের নীচে ফেলে রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে কোতয়ালি মডেল থানায় কর্মরত পুলিশের কয়েকটি দল গভীর রাতে উক্তস্থানে পৌছে জানতে পারেন ৮/৯জন ডাকাত ডাকাতি প্রস্তুতিকালে জনগণ ডাকাত সদস্য রাশেদুল হাসান ওরফে রাহুলকে ধরে ফেলে। পরে তাকে গণধোলাই দিয়ে উক্ত স্থানে ফেলে রেখে দেয়। গ্রেফতারকৃত ডাকাত রাশেদুল হাসান রাহুল ও পলাতক ডাকাতদের ফেলে যাওয়ায় ম্যাগজিনে এক রাউন্ড গুলি ভর্তি পিস্তল,৫টি হাসুয়া উদ্ধার করে। এ ঘটনায় উক্ত এসআই গ্রেফতারকৃত ডাকাত রাশেদুল হাসান ওরফে রাহুলের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির অভিযোগে এবং রাহুলকে মারপিটের অভিযোগে উল্লেখিত পরিমান অজ্ঞাতনামা গ্রামবাসীর বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের করা হয়েছে। আহত রাশেদুল হাসান ওরফে রাহুল যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here