যশোরে ডিজিটাল সিকিউরিটি ও হাইজিন বিষয়ক কর্মশালা সম্পন্ন

0
345

নিজস্ব প্রতিবেদক: যশোরে দুইদিন ব্যাপী ডিজিটাল সিকিউরিটি ও হাইজিন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। রোববার বেসরকারি উন্নয়ন সংস্থা ‌বাঁচতে শেখা মিলনায়তনে সমাপনী দিনে প্রশিক্ষনার্থীরে মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ইন্টারনিউজ ও নিউজ নেটওয়ার্কের উদ্যোগে এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিউজ নেটওয়ার্কের প্রধান সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শহিদুজ্জামান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রেজাউল করিম রেজা, নিউজ নেটওয়ার্কের যশোরের সমন্বয়কারি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল। অংশগ্রহনকারিদের মধ্যে অনুভুতি ব্যক্ত করেন, সাইফুল ইসলাম সজল, হাবিবুর রহমান মিলন, সাবিনা ইয়াসমিন বীনা, মুসলিমা আক্তার মৌ ও হিমেল সজিব, রুহিনা শারমিন এলিস ।
রিসোর্স পারসন, ছিলেন আশরাফুল হক, এইএম আলাউদ্দিন ও মুহাম্মদ নুরুজ্জামান। কর্মশালায় ১৫জন সাংবাদিক, মানবাধিকার ও এনজিও কর্মী অংশ গ্রহণ করেন।