যশোরে ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়েছে ৪৯ জন, ২১৭ জন চিকিৎসাধীন রয়েছে

0
240

বিশেষ প্রতিনিধি : যশোরে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৯ জন নারী পুরুষ ও শিশুরা। গত ২৪ ঘন্টায় এসব রোগি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ের সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৫২ জন। আর চিকিৎসাধীন রযেছে ২শ’ ১৭ জন। এরমধ্যে যশোর জেনালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১শ’ ৫জন। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ৮১জন। আর ক্লিনিকে ৩১জন। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ৭শ’ ৩০ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৫শ’ ৫জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোরে মারা গেছে ৫জন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন, সবমিলিয়ে হাসপাতালে ডেঙ্গু রোগির চাপ কিছুটা কমেছে। আক্রান্তদের সুস্থ হতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here