যশোরে তরমুজের দোকানে ভোক্তা অধিকারের হানা

0
362

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার বিভিন্ন স্থানে তরমুজের দোকানে হানা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে শুক্রবার অভিযান চলে শহরতলির খাজুরা বাসস্ট্যান্ড ও শহরের কাজীপাড়ার কাঠালতলা, পালবাড়ী বাজার ও গরীবশাহ সড়কে। এ সময় ০৬টি দোকানকে পণ্য কেনার রশিদ ও মূল্যতালিকা না থাকায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এর ভেতর খাজুরা বাসস্ট্যান্ড এলাকার আয়নালের তরমুজের দোকানকে ১০০০, মহিদুলের তরমুজের দোকানকে ৫০০, কাজীপাড়ার কাঠালতলার সওদাগর ফল ভান্ডারকে ১০০০, পালবাড়ী বাজারের মতিয়ার স্টোরকে ১০০০, আনোয়ারের তরমুজের দোকানকে ৫০০ ও গরীবশাহ সড়কের জাফর ও মিলনের তরমুজের দোকানকে ১০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহকারী পরিচালককে সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক কুতুবউদ্দিন ও ক্যাব সদস্য আব্দুর রকিব সরদার।