যশোরে তিনজনের অস্বাভিব মৃত্যু

0
372

বিশেষ প্রতিনিধি : গত ২০ ঘন্টা ব্যবধানে যশোরে তিন জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন গলায় দঁড়ি দিয়ে ,একজন কীটনাশক পান করে অপরজন গ্রাম্য চিকিৎসকের ঔষধ সেবন করে। নিহতরা হচ্ছে, নড়াইল জেলার সদর থানার মুলিয়া গ্রামের জনেকের ছেলে মিটুন (২৪),যশোর সদর উপজেলার দৌলত দিহি গ্রামের আব্দুর রহমান বিশ^াসের ছেলে মাহাবুব বিশ^াস (৪) ও সদর উপজেলার ১২ নং ফতেপুর ইউনিয়নের ধানঘাটা গ্রামের মৃত খাদেম আলী মোড়লের ছেলে বৃদ্ধ আফসার আলী মোড়ল (৭৫)। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা তিনটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও নিহত পরিবার সূত্রে জানাগেছে,শনিবার সকাল ১১ টায় আফসার আলী মোড়লের মরদেহ নিজ ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। শুক্রবার রাত ৮ টার পর যে কোন সময় আফসার আলী রহস্যজনক কারনে নিক ঘরের আড়ার সাথে গলায় দঁড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করে। অপর দিকে,শুক্রবার দুপুরে শিশু বালক মাহাবুব বিশ^াসের বুকে ও পিঠে ব্যথা হলে তার পিতা দৌলত দিহি বাজারের গ্রাম্য চিকিৎসক আব্দুর রশিদের কাছে নিয়ে যায়। তিনি শিশুটিকে ঔষধ দেয়। শিশুটির পিতা গ্রাম্য চিকিৎসকের দেওয়া ঔষধ সেবন করালে বিকাল ৩ টায় শিশুটি মারা যায়। এছাড়া, গত বৃহস্পতিবার রাতে কীটনাশক পান করে মিটুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here