যশোরে তিয়ানশি কোম্পানীর গ্রেফতারকৃত দু’জনসহ ৪ প্রতারকের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের মামলা

0
594

বিশেষ প্রতিনিধি : তিয়ানশী কোম্পানীর বিভিন্ন প্রডাক্টস বিক্রি ও অধিক মূনাফা প্রদানের প্রলোভন দেখিয়ে যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে সদস্য সংগ্রহের নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা জেলার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের সামাদ গাজীর ছেলে আরিজুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার রাতে গ্রেফতারকৃত দু’জনসহ ৪ জনের নামে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে,ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের বর্তমানে মঈনুল হক সাহেবের বাড়ির জালাল শেখের ছেলে সোহেল রানা,একই জেলার মহেশপুর উপজেলার গোয়ালদাহ গ্রামের মৃত জব্বারের ছেলে মিজানুর রহমান,পলাতক আসামী যশোর শহরের শংকরপুর নতুন বাস টার্মিনালের পাশে ডাক্তার আব্দুল আলিম ওরফে হালিম,শহরের লোন অফিস পাড়ার বদরুলসহ অজ্ঞাতনামা ৫/৬জন। বুধবার দুপুরে গ্রেফতারকৃত সোহেল রানা ও মিজানুর রহমানকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খবির হোসেন আদালতে চালান দিয়েছে। তিনি এই মামলায় গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদন জানাবেন বলে জানিয়েছেন।
আরিজুল গাজী তার দায়েরকৃত এজাহারে বলেছেন, আসামীরা পরস্পর বিভিন্ন নিরীহ ও সহজসরল মানুষদের তিয়ানশী কোম্পানীর প্রডাক্ট বিক্রি কোম্পানীর সদস্য করার প্রলোভন দিয়ে গত ৯ জুন সকাল ১০ টা থেকে ১৫ জুলাই সকাল ১০ টায় জেলরোড হাফিজুর রহমানের বাড়ির দ্বিতীয়তলায় অবস্থান নিয়ে কৌশলে ১লাখ ৫৫ হাজার টাকাসহ ২১৬জন সদস্যর কাছ থেকে বিভিন্ন সময়ে প্রতারণা মূলকভাবে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়। আসামীরা কোম্পানীর বিভিন্ন প্রডাক্ট ও ঔষধ পন্য সামগ্রী বেশী মূল্যে বিক্রির পাশাপাশি অধিক মূনাফা দেওয়ার প্রলোভন দেয়। আসামীদের দেওয়া ঔষধ সেবন করে ভাল না হওয়ায় প্রদত্ত টাকা ফেরত চাইলে তারা নাভাবে তালবাহনা শুরু করে। পরে উপায়ূন্তর না দেখে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করে মঙ্গলবার বিকেলে পুলিশ উক্ত বাড়িতে অভিযান চালিয়ে সোহেল রানা ও মিজানুর রহমানকে গ্রেফতার করে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here