যশোরে তিয়ানশি কোম্পানীর প্রডাক্টস বিক্রির অভিযোগে দুই হোতা পুলিশের হাতে গ্রেফতার

0
464

বিশেষ প্রতিনিধি : তিয়ানশি কোম্পানীর বিভিন্ন প্রডাক্টস বিক্রির নামে জনসাধারণের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল রানা ও মিজানুর রহমান নামে দুই প্রতারককে কোতয়ালি মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে শহরের ঘোপ জেলরোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সোহেল রানা ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর উপজেলার কুলবাড়ি গ্রামের জালাল উদ্দিন ও মিজানুর রহমান একই জেলার মহেশপুর উপজেলার গোয়ালহুদা গ্রামের মত আব্দুল ওহাবের ছেলে।
কোতয়ালি মডেল থানা পুলিশ জানায়,আজিজুর রহমান নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন তিয়ানশি কোম্পানীর বিভিন্ন প্রডাক্টস বিক্রির নামে গ্রাম্য ও শহরের বিভিন্ন সহজ সরল খেটে খাওয়া মানুষদেরকে কৌশলে সদস্য করে। পরে তাদের মাধ্যমে মাল্টিপারপাস স্ট্যাইলে সদস্য সংগ্রহ করে কোম্পানীর স্বল্প মূল্যের প্রসাধনী ও পন্য সামগ্রী অধিক মূল্যে বিক্রি করে। সম্প্রতি এই কোম্পানীর দুই প্রতিনিধি শহরের ঘোপ জেলরোড এলাকায় আস্তানায় গেড়ে জনসাধারণের কাছে মাসে মাসে অধিক মুনাফা দেওয়ার দোহায় দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে খেটে খাওয়া নারী পুরুষদের নিঃস্ব করে চলেছে। কোম্পানীর স্বল্প মূল্যের পন্য সামগ্রী অধিক দামে তাদের কাছে বিক্রি করে নিজেদের পকেট ভারী করার জন সাধারণ ফুসে উঠে। মঙ্গলবার দুপুরে উক্ত কোম্পানীর দু’জন প্রতিনিধির বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করার পর কোতয়ালি মডেল থানার এসআই খবির হোসেনসহ একদল পুলিশ শহরের ঘোপ জেলরোড এলাকায় গড়ে ওঠা তিয়ানশি কোম্পানীর আস্তানায় অভিযান চালায়। এ সময় কোম্পানীল প্রডাক্টস বিক্রির প্রতিনিধি হিসেবে উক্ত দু’জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here