যশোরে দিন ব্যাপী কর্মসূচির মধ্যে উদীচী হত্যাযজ্ঞ দিবস পালিত

0
555

বিশেষ প্রতিনিধি : সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যশোরে উদীচী হত্যাযজ্ঞের ১৮ বছর পালিত হয়েছে। বাংলাদেশ উদীচীর যশোর সংসদের গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে রক্তদান, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, প্রতিবাদী সঙ্গীতানুষ্ঠান, আলোচনা সভা ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন।
সোমবার সকালে উদীচীর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি। বিকালে যশোর টাউন হল ময়দানে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। স্মৃতিস্তম্ভে প্রথমে অর্পণ করেন উদীচী যশোর সংসদ,যশোর সম্মিলিত সাংষ্কৃতিক জোট,জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলনি পরিষদ, অক্ষর শিশু শিক্ষালয়, সুরবিতান সঙ্গীত একাডেমী, জাতীয় মহিলা পরিষদের যশোর জেলা শাখা, যশোর সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে, বিদ্রোহী সাহিত্য পরিষদ, জাসদ যশোর জেলা, বিবর্তন যশোর, শিল্পকলা একাডেমির যশোর জেলা শাখা, চাঁদের হাট যশোর, তির্যক যশোর, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, কমিউনিষ্ট পার্টির যশোর জেলা শাখা, স্পন্দন যশোর, যশোর ট্রেড ইউনিয়ন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, যশোর ইন্সটিটিউট, আওয়ামীলীগের যশোর জেলা শাখা প্রমূখ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর অনুষ্ঠিত হয় প্রতিবাদী সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচী যশোরের সভাপতি ডিএম শহিদুজ্জামান সহিদ। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. পিযুষ কান্তি ভট্টাচার্য, জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, উদীচীর উপদেষ্টা অ্যাড. কাজী আব্দুস সহিদ লাল, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দৌল্লা, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক রবিউল আলম, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি মনোতোষ বসু, সিপিবির সভাপতি আবুল হোসেন, যশোর শিল্পকলার একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড মাহামুদুল হাসান বুলু, সুরবিতানের সভাপতি আবু সালেহ তোতা, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলনি পরিষদের শ্রাবণী সুর প্রমূখ। পরে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here