যশোরে দুটি ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা আদায়

0
492

বিশেষ প্রতিনিধি : যশোরে ভ্রাম্যমাণ আদালত শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে দু’টি ঔষদের দোকানের অভিযান চালিয়ে ১৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিব হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা সোমবার দুপুরে শহরের দড়াটানায় অবস্থিত এমএম ফার্মেসী ও আল্লাহর দান ফার্মেসীতে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন জানান, আদালত অভিযানকালে দেখতে পান, এমএম ফার্মেসীতে অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি করা হচ্ছে। এসময় আদালত প্রতিষ্ঠানটির মালিক শাহিদুজ্জামান মাসুমকে ১৯৪০ সালের ড্রাগ অ্যাক্টের ১৮ (ক) ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। অপর অভিযানে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, একই জায়গায় বিসমিল্লাহ ফার্মেসীতে শ্যাম্পল (নমুনা) ঔষধ বিক্রি করা হচ্ছে। এসময় আদালত দোকানটির মালিক মেহেদি হাসানকে একই আইনের একই ধারায় এক হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। অভিযানকালে ড্রাগ সুপার রেহান হাসান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here