যশোরে দু’টি ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায়

0
498

বিশেষ প্রতিনিধি : চিকিৎসকের উদ্দেশ্যে দেওয়া ফ্রি স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মঙ্গলবার দুুটি ফার্মেসি মালিকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিন দুপুরে পৃথক ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম আবু নওশাদ ও মোঃ নুরুল ইসলাম।
আদালতের পেশকার শেখ জালাল উদ্দীন সাংবাদিকদের জানান, ২ জানুয়ারী দুপুর ১২টায় যশোর শহরের ঘোপ জেল রোডে ভ্রাম্যমাণ আদালত আয়েশা মেডিকেল হলে অভিযান চালান। এ সময় আদালত সেখান থেকে চিকিৎসকের উদ্দেশ্যে দেওয়া ফ্রি স্যাম্পল ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেন। এ অপরাধে ফার্মেসি মালিক মকবুল হোসেনের বিরুদ্ধে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের আরেকটি টিম একই দিন শহরের চৌরাস্তা এলাকার শিকদার মেডিকেলে অভিযান চালিয়ে অনুরূপ চিকিৎসকের ফ্রি স্যাম্পল ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেন। এ অপরাধে ফার্মেসি মালিক মানিক শিকদারের বিরুদ্ধে মামলা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ড্রাগ সুপার রেহান আহমেদ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here