যশোরে নতুন করে আরো পাঁচজনের শরীরে করোনা সনাক্ত, জেলায় মোট আক্রান্ত ১০৯

0
417

এম আর রকি : যশোরে কোভিড-১৯ এ আরো ৫ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তর মধ্যে স্বাস্থ্য বিভাগীয় কর্মীর সহকারী রয়েছে। এ নিয়ে যশোর জেলায় ১শ’ ৯ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তর মধ্যে যশোর সদর উপজেলা ও যশোর জেনারেল হাসপাতালে ২জন,শার্শা উপজেলা ২জন ও অভয়নগর উপজেলায় ১জন রয়েছে। যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ১ জুন সোমবার ৫৮টি স্যাম্পুলের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে ৪০টি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৮টি রিপোর্টের মধ্যে ৫টিতে পজিটিভ এসেছে।
সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে, গত ১০ মার্চ থেকে সোমবার ১ জুন যশোর জেলায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ১শ’ ৯জন। এর মধ্যে ১ জুন সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪০টি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৮টি নমুনার রিপোর্ট আসে। এর মধ্যে যশোর সদর উপজেলার (২৬) বছর ও যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি (৫৫) বছর পুরুষ,শার্শা উপজেলায় (২৭( ও (২১) বছরের পুরুষ এবং অভয়নগর উপজেলায় (৩১) বছরের একজন পুরুষ রয়েছে।