যশোরে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৮৩জন, মৃত্যু-১ মোট আক্রান্ত ২৯৭১জন

0
416
3D illustration of Coronavirus, virus which causes SARS and MERS, Middle East Respiratory Syndrome

শহিদ জয় যশোর : করোনা ভাইরাসে মঙ্গলবার ২৫ আগষ্ট যশোরে নতুন করে ৮৩ জন আক্রান্ত ও ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। মৃত্যুবরণকারী ব্যক্তির নাম আব্দুল বারী মোল্যা (৯০)। তিনি যশোর শহরের খালধার রোড অম্বিকা বসুলেনের বাসিন্দা। গত ২২ আগষ্ট আব্দুল বারী মোল্যার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হলে ২৩ আগষ্ট তিনি করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। ২৫ আগষ্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে তার শরীরে করোনা ভাইরাস পজিটিভ বলে নিশ্চিত করেন। এছাড়া,সিভিল সার্জন আরো জানান,মঙ্গলাবার ২৫ আগষ্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ১২৯ জনের নমুনার রিপোর্ট প্রেরণ করেন। তার মধ্যে
৩৭ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ,এছাড়া, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৮৩ জনের নমুনার রিপোর্ট প্রেরণ করেন। তার মধ্যে ৪৬ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। যশোরে ৮৩ জনের শরীরে করোনা পজিটিভ রোগীদের মধ্যে যশোর সদর উপজেলায় ৪৪জন, অভয়নগর ও ঝিকরগাছা উপজেলায় ৮ জন করে, বাঘারপাড়া উপজেলায় ৭জন, কেশবপুর ও শার্শা উপজেলায় ৫জন করে এবং মণিরামপুর উপজেলায় ৫জন রয়েছে। গত ১০ মার্চ থেকে এ যাবত অর্থাৎ ২৪ আগষ্ট যশোর জেলা থেকে যতগুলি নমুনা সংগ্রহ করে উল্লেখিত দু’টি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে তার মধ্যে বর্তমানে পেন্ডিং রয়েছে ১০৩৫ জনের রিপোর্ট। তাছাড়া, এ যাবত যশোর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৯৭১জন। সুস্থ্য হয়েছেন ১৭৮১জন।