যশোরে নবম শ্রেনীর ছাত্রের দুটো কিডনী অকেজো হওয়ার পথে

0
354

বিশেষ প্রতিনিধি : নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ ইব্রাহীমের দুইটা কিডনিতেই মারাত্মক সমস্যা দেখা দিয়েছে । সে বর্তমানে অসুস্থ্য হয়ে জীবন যাপন করছে। ইব্রাহীম যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী রহমত আলীর ছেলে।
নবম শ্রেনীর ওই ছাত্র ঢাকার নবীনগর এলাকার আলহাজ আব্দুর রশিদ স্কুলের নবম শ্রেণিতে লেখা পড়া করে। চিকিৎসার সুবিধার কারণে অস্থায়ী ভাবে সেখানে বসবাস করতেন তার পরিবার। বর্তমানে অর্থিক অসংগতি এবং অবস্থা খুব খারাপ হওয়ায় তাকে যশোরে আনা হয়। বর্তমানে সে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ইনামুল কবীরের তত্ত্বাবধায়নে আছে। চিকিৎসকের ভাষ্যমতে ইব্রাহীমের চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। তার দুইটি কিডনী অকেজো হওয়ার পথে। কিন্তু দরিদ্র পিতার পক্ষে এই ব্যায়ভার নেয়া সম্ভব হচ্ছে না। তাই তিনি সমাজের বিত্তবান মানুষের কাছে তার সন্তানকে বাঁচানোর আকুতি জানিয়েছেন।সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ নম্বর ০১৯২৩-৯৮১৬৪২। অথবা, জাহিদুল ইসলাম-সঞ্চয়ী হিসাব নম্বর-৮৫৭৬, ইসলামী ব্যাংক লিমিটেড যশোর শাখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here