যশোরে নসিমন করিমন ও আলম সাধু ঐক্য পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

0
420

বিশেষ প্রতিনিধি : নসিমন, করিমন ও আলমসাধু ঐক্য পরিষদের আহ্বানে এক প্রতিনিধি সভা যশোর জেলা ওয়ার্কার্স পার্টি অফিসে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও নড়াইলের প্রতিনিধিরা অংশ নেয়। প্রতিনিধিগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের চলাচল বন্ধ করা হলে যশোরসহ সারাদেশে প্রায় ১ কোটি মানুষ জীবনযাত্রার ঝুঁকির মধ্যে পড়বে। প্রতিনিয়ত পুলিশের হয়রানির শিকার হতে হচ্ছে। তারা বলেন, আমরা নসিমন, করিমন ও আলমসাধু সহ ত্রি চক্র যানের আইনত বৈধতা চায়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমান বাবলা। বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা ইকবাল কবির জাহিদ, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন। আরও বক্তব্য রাখেন, বুলবুল আহমেদ, মো. আলাউদ্দিন, মো. শাহীন ও ওলিয়ার রহমান প্রমুখ।সভায় ৫ দফা দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহিত হয়। দাবিগুলি হচ্ছে, নসিমন, করিমন ও আলমসাধু ত্রিচক্র যানের আইনি বৈধতা ও লাইসেন্স দিতে হবে। মহাসড়ক পরিহার করে শহর থেকে গ্রামে মালামাল পরিবহনের রুট/রাস্তা নির্ধারণ করতে হবে।সকল মহাসড়কের পাশে বাইলেন তৈরি করতে হবে। পুলিশী হয়রানী বন্ধ করতে হবে।উপরোক্ত দাবি মেনে নেওয়ার জন্য প্রশাসন ও সরকারের আহ্বান জানানো হলো। সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে দাবির প্ররিপ্রেক্ষিতে আগামী ১৩ অক্টোবর জেলা প্রশাসকের কাছে প্রতিনিধি পর্যায়ে স্মারকলিপি প্রদান করা হবে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here