যশোরে নসিমন দূর্ঘটনায় শ্রমিক হতাহতের ঘটনায় পুলিশ কর্তৃক মামলা দায়ের

0
266

বিশেষ প্রতিনিধি : যশোর চৌগাছা সড়কের দোগাছিয়া গ্রামস্থ তোতার ভাটার সামনে বেপরোয়া গতি সম্পন্ন সম্পূর্ণ অবৈধভাবে নসিমন চালানোর ফলে দূর্ঘটনা কবলিত হয়ে তারেক (৩০) এক নির্মাণ শ্রমিক নিহত ও কমবেশী আরো ৫ জন আহত ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে উক্ত নসিমনের চালক যশোরের চৌগাছা উপজেলার কান্দী গ্রামের শরিফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ। মামলাটি করেছেন,সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মুন্সী আনিচুর রহমান।
তিনি এজাহারে বলেছেন,শনিবার দুপুরে যশোর চৌগাছা সড়কের সদর উপজেলার দোগাছিয়া গ্রামস্থ তোতার ভাটার সামনে সম্পূর্র্ন অবৈধ নসিমনের ডানপাশের্^র চাকা ভেঙ্গে পড়লে উক্ত নসিমনে থাকা নির্মাণ শ্রমিক চৌগাছা উপজেলার মাড়–য়া গ্রামের আক্কাস মিয়া ওরফে ঝড়–মিয়ার ছেলে তারেক নিহত হয়। এসময় অন্যান্য কমবেশী ৫ জন নির্মাণ শ্রমিক আহত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়।