যশোরে নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর প্রস্তুতির অভিযোগে বিএনপি’র নেতাকর্মীসহ ৫জন গ্রেফতার

0
532

বিশেষ প্রতিনিধি : নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে শহরের ঘোপ পিলু খান রোডের পূর্ব মাথায় জেল রোড সংলগ্ন সমাবেত হওয়ার অভিযোগে পুলিশ ৫ বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের দখল হতে ২টি বিস্ফোরিত বোমার জর্দ্দার কৌটার ৪ টুকরো,১৩টি জ্বালের কাটি,৭টি কাঁচের মার্বেল,৬ টুকরো লাল ছেড়া টেপের অংশ বিশেষ উদ্ধার দেখিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের রেলরোড রাবেয়া মঞ্জিল আশ্রমের পাশে মৃত সাত্তার হাওলাদারের ছেলে ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সিদ্দিকুর রহমান,শংকরপুর গোলপাতা মসজিদের মৃত তকব্বর শেখের ছেলে মশিয়ার রহমান,সদর উপজেলার বসুন্দিয়া বাজারের পাশে মৃত আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম,কেফায়েত নগর ( বসুন্দিয়া মোড়) মৃত কালু বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাস, নতুন উপশহর বি ব্লক বাসা নং ১৯৪ নম্বরের মৃত দেলোয়ার হোসেনের ছেলে জাকির হোসেন লিটন। বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকসহ ২৯ জনের নামে বৃহস্পতিবার কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম হাওলাদার বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় পলাতক আসামীরা হচ্ছে, চাঁচড়া রায়পাড়ার মোস্তফা কামাল শিপা,নুতন উপশহর বি ব্লকের বুলবুল, নুতন উপশহর বি ব্লকের সুমন ওরফে প্রেসিডেন্ড সুমন,ঘোপ নওয়াপাড়া রোডের মিল্টন,নুতন উপশহর এস ব্লকের কবির হোসেন, নতুন উপশহর সি ব্লকের সানি,শংকরপুর চোপদার পাড়ার বদিউজ্জামান,বারান্দীপাড়া কবরস্থান পাড়ার মোস্তফা আমির ফয়সাল,চাঁচড়া ডাল মিল পশ্চিম পাড়ার আনসারুল হক রানা,বারান্দী পাড়ার ফারুক হোসেন,মিশন পাড়ার মনির সিদ্দিকী বাচ্চু,শংকরপুরের জাকির,রেলগেটের সোহান,চাঁচড়া রায়পাড়া মাদ্রাসা রোডের সোবহান খান মিন্টু, সি ব্লকের কামরুল হাসান চুন্নু, চাঁচড়া রায়পাড়ার বিল্লাল সাবেক মেম্বর,চাঁচড়া রায়পাড়ার সুমন চৌধুরী, ঘোপ নওয়াপাড়া রোডের সোহাগ, একই এলাকার মুন্না, ঝুমঝুম পুরের জাহাঙ্গীর হোসেন, হাজ্বী মোহাম্মদ মহসীন সড়কের চুড়িপট্টি রিপন চৌধুরী, চাঁচড়া ডাল মিল এলাকার সোহেল চৌধুরী ও শেখহাটি জামরুল তলার লিটন হোসেন।
মামলার বাদী উপশহর পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রহিম হাওলাদার এজাহারে বলেছেন, ২০ দলীয় ঐক্য জোটের বৃহস্পতিবার আধা বেলা হরতালের সর্মথনে ঘোপ পিলু খান রোডের পূর্ব মাথায় জামায়াতের সাথে মিলিত হয়ে নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর জন্য সমাবেত হয়ে দু’টি বোমার বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশের কয়েকটি দল সেখানে গেলে আসামীরা দৌড়ে পালানোর এক পর্যায় উল্লেখিত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা পলাতক আসামীদের নাম প্রকাশ করে বলে বাদী জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here