যশোরে পলাশ হত্যার সুষ্ঠ বিচার দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

0
357

বিশেষ প্রতিনিধি : যশোরের চৌগাছায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ইয়াসির আরাফাত পলাশ হত্যাকান্ডের সুষ্ঠ বিচার দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। বুধবার বেলা ১১.৪৫ মিনিটে শহরের ভাস্কর্য মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের আয়োজনে মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহাজান কবীর, উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার ডা. নূর হোসেন, সাবেক কমান্ডার শওকত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম, নিহতের পিতা মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, মাতা- মোছাঃ শাহিনুর বেগম, স্ত্রী শারমিন সুলতানা, ছয় বছর বয়সী কন্যা ফাতেমা-তুজ-জারা, দুই বছর বয়সী পুত্র জারিফ মেহেম্মেদ, একমাত্র ভাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ¯œাতক শিক্ষার্থী শিবলী সাদিক পিয়াস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম কমান্ডার কিতাব আলী, শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সেক্রেটারী রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, হায়দার আলী, আলিমুদ্দিন, আশরাফ আলী, আরজান আলী, মতিয়ার রহমান, মোফাজ্জেল হোসেন, ইমদাদুল হক সুফিসহ উপজেলার প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধা ছাড়াও তাদের সন্তানরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে নিহতের পিতা মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের নিকট একটি লিখিত বক্তব্য সরবরাহ করেন। সেখানে তিনি বলেন, ‘‘আমার পুত্র ২ নভেম্বর তার কর্মরত অবস্থায় যাত্রাপুর কমিউনিটি ক্লিনিকে দুর্বৃত্তদের হাতে খুন হন। তাকে খুন করে তার সুজুকি জিক্সার মটরসাইকেল, স্মার্ট ফোন, মানিব্যাগসহ সরকারী মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একটি মহল মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে নানা মনগড়া কাহিনী প্রচার করছে। তিনি প্রশ্ন রেখে বলেন ৩৫ বছরের একজন সুঠাম দেহের মানুষকে কিভাবে ১৭-১৮ বছরের এক যুবক কিভাবে আমার ছেলেকে এভাবে পিটিয়ে ও জখম করে হত্যা করতে পারে? তিনি আরো বলেন, ‘মৃত্যুর পূর্বে ‘দেলোয়ার হোসেন দাদন’ বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে এসেছে। আমার ছেলে তার বিরুদ্ধে চৌগাছা থানায় একটি জিডিও করেছিল। আমি অবিলম্বে আমার পুত্রের হত্যাকারী মদদদাতা এবং পরিকল্পনাকারীদের গেফতার করে আইনে সোপর্দ এবং আমার পরিবারের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। মানববন্ধনে উপস্থিত পলাশের স্ত্রী শারমিন সুলতানা আবেগঘন ভাবে প্রশ্ন রাখেন,‘পুলিশ বলছে মাত্র ২,৫০০ টাকার জন্য আমার স্বামীকে খুন করা হয়েছে। তাহলে এখনো তার সুজুকি জিক্সার মটরসাইকেল যার মূল্য দুই লক্ষ টাকার উপরে, স্মার্ট ফোন, ল্যাপটপ এবং মানিব্যাগ খুনিরা কেন নিল? তার দাবি পলাশের কাছে কেউ কোন টাকা পায় না। তিনি বলেন, দেলোয়ার হোসেন দাদনের বিরুদ্ধে আমার স্বামী মৃত্যুর আগে চৌগাছা থানায় একটি জিডি করেছিলেন। পুলিশ সেটি আমলে নেয়নি। তিনি আমাকে বলেছিলেন, ‘তার কেউ কোন ক্ষতি করলে সেটি দাদনই করবে। তবে পুলিশের দাবি বিধান নামের এক ব্যক্তি পলাশের কাছে ২,৫০০ টাকা পেত। সেই টাকার জন্য বিধান পলাশকে খুন করেছে। পুলিশ দাবি করেছে, ‘বিধানের সহযোগী সৈন্যাসী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। আদালতে সৈন্যাসী বলেছে, ‘বিধান একাই পলাশকে খুন করে মোটরসাইকেল, মোবাইল নিয়ে যায় এবং মানিব্যাগ তার কাছে রেখে যায়। আর সৈন্যাসী রাস্তায় দাড়িয়ে ছিল।এর আগে চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান আসামী বিধানকে আটক ও পলাশের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here