যশোরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালকের লাশ উদ্ধার

0
381

বিশেষ প্রতিনিধি : যশোরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক আরিফুল আলমের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর শহরতলী তপসীডাঙ্গা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির গেস্ট হাউজ থেকে তার লাশ উদ্ধার করা হয়। আরিফুল আলমের বাড়ি রাজশাহীর ১৬৫ কাদিরগঞ্জ এলাকায়। তারবাবার নাম জামসেদ হোসেন। তিনি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকার অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের পরিচালক।
যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমল হুদা জানান, বুধবার বিকেলে বিমান যোগে তিনি যশোর আসেন। রাতে খাবার খেয়ে গেস্ট হাউজে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে না উঠায় গেস্ট হাউজের কর্মচারীরা তাকে ডেকে না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে পুলিশ লাশ উদ্ধার করে আনে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আজমল হুদা জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ণ নেই। তিনি আরও বলেন, যশোরে তিনি অডিটে এসেছিলেন। চিকিৎসকরা ধারণা করছে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here