যশোরে পাঁচ শহীদ বিপ্লবীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি-স্মরণসভা

0
411

নিজস্ব প্রতিবেদক : সোমবার পাঁচ শহীদ বিপ্লবী (কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলু)’র ৪৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে। সকালে প্রয়াতদের সমাধিস্থল মনিরামপুরের চিনাটোলায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলার সহ-সভাপতি আশুতোষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জাতীয় ছাত্রদলের জেলা আহ্বায়ক বিম্বজিৎ বিশ্বাস, যুগ্ম-আহ্বায়ক রাসেল রানা ও সেজুতি শাকিলার নেতৃত্বে এবং শহীদ আসাদ স্মৃতি সংঘের পক্ষে লাবু জোয়াদ্দার ও হাফিজুর রহমান শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে ১ মিনিট শোক নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়। এরপর শহীদ বিপ্লবী স্মৃতিরক্ষা কমিটি মনিরামপুর চিনাটোলার আয়োজনে স্মরণসভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সহ-সভাপতি আশুতোষ বিশ্বাস ও সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু। নেতৃবৃন্দ বলেন, দেশ প্রায় দশ লক্ষাধিক নির্যাতিত প্রতিবেশি মিয়ানমারের অধিবাসী রোহিঙ্গাদের উদ্বাস্তু শরণার্থীদের নিয়ে হিমশিম খাচ্ছে। এমনিতেই চলতি বছরে দেশে মার্চের শেষে আগাম বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পাহাড়ী ঢল ও অকাল বন্যা, এরপর ফসলে ছত্রাক আক্রমণে, দেশের প্রায় ৪০টির অধিক জেলায় বন্যা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতায় কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, গোবাদি পশুখাদ্য ঘাটতিসহ নানা সমস্যায় জর্জরিত। এর ওপর চলতি মৌসুমে ব্যাপক পাটের চাষ হলেও কৃষক পাটের মূল্য না পেয়ে দিশেহারা। সর্বশেষ গত বৃহস্পতিবারের নি¤œচাপের প্রেক্ষিতে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিল্প ক্ষেত্রে সারাদেশের ন্যায় খুলনা বিভাগে সরকারি পাটকলগুলি একের পর এক বন্ধ, উৎপাদন হ্রাস করে চলেছে, অন্যদিকে বেসরকারি পাটকল মালিকেরা একটা থেকে দুইটি এভাবে পাটকল বৃদ্ধি করে চলেছে। নৌ-যান, হোটেলসহ বিভিন্ন শিল্পে শ্রম আইন ও গেজেট বাস্তবায়নে সরকার-প্রশসানের কোন কার্যকরি পদক্ষেপ নাই। শ্রমিকের ন্যূনতম বেঁচে থাকার মত মজুরির নিশ্চয়তা এখনো হয়নি।

উল্লেখ্য, প্রয়াত বিপ্লবীদের স্মরণে আগামীকাল ২৪ অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় জাতীয় ছাত্রদল যশোর জেলা কমিটির উদ্যোগে দড়াটানা শহীদ চত্বরে স্মরণসভা অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সদরের সর্বস্তরের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here