যশোরে পিতা-মাতাকে মৃত দেখিয়ে আপন ভায়ের জমি জালিয়াতি

0
442

নিজস্ব প্রতিবেদক : মনিরামপুরে দূর্বাডাঙ্গা ইউনিয়নের শ্যামনগর গ্রামে আপন ভাইয়ের কেনা জমি জাল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।এই জমির মালিক প্রফুল্ল্য দাশের ছেলে মধুসূদন দাশ। জাল দলিল করেছে তার আরেক ভাই মনোরঞ্জন দাশ। বিষয় জানতে শ্যামনগর গ্রামে গেলে আরেক ভাই নিরঞ্জন দাশ বলেন,আমার ভাই মধুসূদন তিন চার বছর ভারতে রয়েছে এই সুযোগে মনোরঞ্জন এই জালিয়াতি করেছে। তার কাছ থেকে দলিলের নকল দেখে জানা যায় যে কত অভিনব কায়দায় জমিটা জালিয়াতি করা হয়েছে। দলিলে লেখা হয়েছে পিতামাতা মৃত। অথচ তারা বেঁচে আছে। চিত্তরঞ্জন অধিকারী ও বিশু অধিকারী নামে দুইজন স্বাক্ষী বানানো হয়েছে যাদের নামে ওই গ্রামে কেউ নেই। আরো লেখা রয়েছে জমি পৈতৃক কিন্তু জমিটা মধুসূদনের কেনা সম্পত্তি। বিষয়টি জানতে মধুসূদনের ভাইপো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক মৃত্যুঞ্জয় দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যাপার জানতে পেরে আমি শ্যামনগর নিজ বাড়িতে গিছিলাম তখন কাকা মনোরঞ্জন দাশ ভাড়াটে মস্তান দিয়ে আমাকে হুমকি দেয়। তারপর আমি বাবা নিরঞ্জন দাশকে দিয়ে যশোর আদালতে মামলা করিয়েছি। বর্তমানকালে একটা দলিলে এতটা ভুল বিশ্বাস করা যায় না।মৃত্যুঞ্জয় দাশ এর ন্যায্য বিচার চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here