যশোরে পুলিশের হাতে অস্ত্রগুলিসহ চার সন্ত্রাসী গ্রেফতার একজনের আদালতে জবানবন্দি গ্রহন

0
461

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি থানা ও ইছালী পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে দু’টি ওয়ান স্যুটারগান,গুলি,তরবারি,ছোরা,ইয়াবা ও হেরোইন উদ্ধার করেছে। এ সময় চারজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশের শহরের পুরাতন কসবা নিরিবিলি এলাকার রবিউল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউনুছ শেখের ছেলে জুয়েল শেখ,বাঘার পাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের বর্তমানে পুরাতন কসবা নিরিবিলি এলাকার হাফিজের বাড়ির ভাড়টিয়া গোলাম মোস্তফার ছেলে জয়নাল আবেদীন,বেজপাড়া পিয়ারী মোহন রোড মহব্বতের বাড়ির ভাড়াটিয়া মনিরুল হকের ছেলে লিটন মিয়া ও যশোর সদর উপজেলার জগমোহন পুর গ্রামের মৃত ওহেদ আলীর ছেলে মতিয়ার রহমান।
ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৫ টার পর জগরেমাহনপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির পূর্ব পাশে বিছালী গ্যাদার নীচ হতে ওয়ান স্যুটার গান ও ১টি তরবারী ও ছোরা উদ্ধার করে। অপর দিকে,কোতয়ালি থানার এসআই আমির হোসেন জানিয়েছেন,বৃহস্পতিবার বিকেল পৌনে ৩ টায় গোপন সূত্রে খবর পায় শহরের বিমান অফিসের পাশে একটি মোটর সাইকেলে একদল দূর্বৃত্ত অবস্থান করছে। উক্ত খবরের ভিত্তিতে উক্ত স্থান থেকে তিনজনকে গ্রেফতার করে। এ সময় তাদের দখল হতে একটি মোটর সাইকেল উদ্ধার করে। এ সময় তাদের দখল হতে একটি ওয়ান স্যুটারগান,১রাউন্ড গুলি,৫২পিস ইয়াবা,১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদক আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের মধ্যে মতিয়ার রহমানকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইউসুফ শুক্রবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক বুলবুল আহমেদের আদালতে হাজির করলে মতিয়ার স্বেচ্ছায় ১৬৪ ধারা মোতাবেক অস্ত্র তার হেফাজত থেকে উদ্ধারের কথা স্বীকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here