যশোরে পুলিশের হাতে ইয়াবা ও ফেনসিডিলসহ পুলিেশর দুই ছেলেসহ গ্রেফতার তিন

0
369

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আলাদা অভিযান চালিয়ে রোববার রাতে শহরের দু’টি স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় দুই সহোদরসহ তিনজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর শহরের খড়কী ষ্টেডিয়াম পাড়ার বাসিন্দা মোঃ আব্দুল হকের ছেলে হুমায়ূন কবির মামুন তার সহোদর মাসুদুর রহমান মিলন এবং সদর উপজেলার কৃষ্ণবাটি তৈয়ব মেম্বারের বাড়ির পাশে মৃত সিরাজুল ইসলামের ছেলে হাফিজুর রহমান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুই সহোদরের পিতা আব্দুল হক পুলিশ কনস্টেবল ও তিনি সাতক্ষীরা জেলা ট্রাফিক বিভাগে কর্মরত।
কোতয়ালি মডেল থানার এসআই মাহবুব আলম জানান,রোববার রাত সোয়া ৯ টায় গোপন সূত্রে খবর পেয়ে তিনিসহ এসআই আমিরুজ্জামানসহ একদল পুলিশ শহরের রেলরোডস্থ সোনালী ব্যাংক কর্পোরেট শাখার পূর্ব পূর্ব পাশে ইয়াবা বেচাকেনা করার অভিযোগে হুমায়ূন কবির মামুন ও মাসুদুর রহমান মিলনকে গ্রেফতার করে। তাদের দখল হতে ১শ’ ১২ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত দুই সহোদর নিজেদের পুলিশ কনস্টেবল আব্দুল হকের ছেলে বলে পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এর মধ্যে হুমায়ূন কবির মামুন কৌশল নিয়ে নিজেকে অসুস্থ্যর ভান করে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অপর দিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রোববার রাত পৌন ৯ টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের চাঁচড়া মোড় সংলগ্ন চাঁচড়া পালবাড়ী রোডস্থ গ্রীণল্যান্ড টেকনোলজি লিমিটেড সার্ভিস সেন্টারের সামনে থেকে হাফিজুর রহমান নামে এক যুবক গ্রেফতার করে। পরে তার দখল হতে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় মাদক আইনে আলাদা দু’টি মামলা কোতয়ালি মডেল থানায় রের্কড করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে হাফিজুর হরমান ও মিলনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় এসআই মাহবুব আলম বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here