যশোরে পুলিশের হাতে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেফতার-৭

0
342

বিশেষ প্রতিনিধি : গত ১২ ঘন্টা ব্যবধানে কোতয়ালি মডেল থানা,চাঁচড়া ফাঁড়ি ও নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় ৭জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,সদর উপজেলার হাটবিলা গাজী বাড়ির আব্দুস সোবাহান গাজীর ছেলে মারুফ হোসেন,শহরের চাঁচড়া রায়পাড়া রুচি আইসক্রিম ফ্যাক্টরীর পাশের মৃত মুজিবর খন্দকারের ছেলে রানা খন্দকার,সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে রুবেল হোসেন,শহরের বারান্দীপাড়া কদমতলার মৃত তোতা মিয়ার ছেলে রমজান আলী,সদর উপজেলার কোদালিয়া গ্রামের বর্তমানে শহরের ঘোপ সেন্ট্রাল নওয়াপাড়া রোডস্থ মাহমুদুর রহমান স্কুলের পাশে আরিফের বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের ছেলে সোহেল রানা ও গোপালগঞ্জ জেলার সদর উপজেলার হরিদাশপুর গ্রামের বর্তমানে যশোর শহরের ঘোপ জেলরোড এলাকার মিজানুর রহমানের ছেলে মেহেদী হাসান ওরফে পর্বত।
কোতয়ালি মডেল থানা পুলিশ সোমবার দুপুরে শহরের দড়াটানা নিউ ভৈরব হোটেলের সামনে থেকে চায়ের দোকান্দার পর্বতকে ৫ বোতল ফেনসিডিল,নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা সোমবার রাত পৌনে ১২ টায় হাটবিলা জামতলা আলমের চায়ের দোকানের সামনে থেকে মারুফ হোসেনকে ৫ পিস ইয়াবা,কোতয়ালি মডেল থানা পুলিশ সোমবার দুপুর ১ টার পর শহরের রেলরোড বিসমিল্লাহ সেলুনের সামনে থেকে রানা খন্দকারকে ১শ’ পিস ইয়াবা,চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বায়েজিদ হোসেন সোমবার রাত পৌনে ১২ টায় রেলগেট দক্ষিণ পাশে নুরুমিয়ার চায়ের দোকানের সামনে থেকে রুবেল হোসেন ও আলামিনকে ১০৫পিস ইয়াবা,সদর পুলিশ ফাঁড়ীর সদস্যরা মঙ্গলবার গভীর রাত পৌনে ১২ টায় শহরের আরএনরোড করোতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে থেকে ১২পিস ইয়াবাসহ রমজান আলী,কোতয়ালি মডেল থানা পুলিশ সোমবার বিকেল ৪ টা ৫০ মিনিটের সময় শহরের দড়াটানা ব্রীজের উপর থেকে সোহেল রানাকে ৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক আইনে ৬টি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here