যশোরে পুলিশের হাতে বিদেশী পিস্তল, গুলি,ম্যাগজিন মাদকদ্রব্যসহ গ্রেফতার-৫

0
653

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা ও চাঁচড়া ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে ১টি বিদেশী পিস্তল,১রাউন্ড গুলি,২টি ম্যাগজিন,৩৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। এরা হচ্ছে, বাগেরহাট জেলা সদরের বাজার মোড় ইউসুফ আলীর বাড়ির ভাড়াটিয়া শ্রী সন্তোষ রায়ের ছেলে শ্রী দিপক ওরফে দিপংকর রায়,যশোর সদর উপজেলার রাজারহাট গ্রামের মৃত সেলিম হোসেনের ছেলে শফিকুল ইসলাম রিপন,মুড়োলী (খাঁ পাড়া) মৃত জান মোহাম্মদ জানের ছেলে জাহাঙ্গীর আলম ডাবলু,সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার দুদলী নতুন হাট গ্রামের বর্তমানে যশোর শহরের পূর্ব বারান্দী মোল্যাপাড়া বাঁশতলার মৃত ছবিল গাজীর ছেলে সিরাজুল ইসলাম ওরফে ঝঁড়– ও যশোর সদর উপজেলার খামার বাগডাঙ্গা গ্রামের মৃত ইয়াকুব বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলাম।
চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বায়েজিদ শনিবার রাত সাড়ে ১০ টায় যশোর বেনাপোল সড়কের সদর উপজেলার চাঁচড়া চেকপোষ্ট একটি পরিবহন কাউন্টারের সামনে থেকে শ্রী দিপক ওরফে দিপংকর রায়কে গ্রেফতার করলেও তার সহযোগী সুমন পালিয়ে যায়। এ সময় দিপকের দখলে থাকা ১টি বিদেশী পিস্তল ১ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে। পালিয়ে যাওয়ার সুমন বাগের হাট জেলার লোনাডাঙ্গা কেষ্টপাড়া গ্রামের বাসিন্দা।অপর দিকে,কোতয়ালি মডেল থানার এএসআই রাজন গাজীসহ একদল পুলিশ শনিবার রাত পৌনে ১২ টায় শহরের পূর্ব বারান্দীপাড়া মোল্যাপাড়া বাঁশতলার একটি চায়ের দোকানের সামনে থেকে শফিকুল ইসলাম রিপনকে ১২০ পিস,জাহাঙ্গীর আলমকে ১০৫পিস ও সিরাজুল ইসলাম ওরফে ঝঁড়ুকে ১২৫পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এছাড়া,কোতয়ালি মডেল থানার এএসআই বিপ্লব হোসেন জানান,রোববার দুপুর সাড়ে ১২ টায় সদর উপজেলার চুড়ামনকাটি বাজারস্থ যাত্রী ছাউনীর সামনে থেকে সিরাজুল ইসলামকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here