যশোরে পুলিশ ও মাদকদ্রব্য বিভাগের হাতে মাদকদ্রব্যসহ গ্রেফতার-১১

0
455

বিশেষ প্রতিনিধি: কোতয়ালি থানা,উপশহর  ও ইছালী পুলিশ ক্যাম্প,মাদকদ্রব্য নিয়ন্ত্রন জেলা কার্যালয়ের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবা,গাঁজা ও মদসহ ১১জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত আবুজী মন্ডলের ছেলে আব্দুল কুদ্দুস মন্ডল,যশোর শহরের বেজপাড়া পলাশের বাড়ির ভাড়াটিয়া শ্যামল কুমারের ছেলে রতন কুমার,বেজপাড়া নলডাঙ্গা রোডের সুলতান মিয়ার ছেলে রনি,সদর উপজেলার মধূ গ্রামের মৃত আনসার আলীর ছেলে হাসান আলী,শেখহাটি গ্রামের শেখ আব্দুল জলিলের ছেলে মিজানুর রহমান,ধর্মতলা রেলক্রসিংয়ের পাশে মৃত সিরাজুল ইসলামের ছেলে আবু তাহের,সদর উপজেলার বলতলা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ওবাইদুল ইসলাম,নীলগঞ্জ সাহাপাড়ার সাবেদ আলি মোল্যার ছেলে রেজওয়ান হোসেন,সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গয়ারা গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার সরুইডাঙ্গা এনায়েতপুর আক্তার হোসেনের রাইচ মিলের মৃত জব্বার গাজীর ছেলে আব্দুল করিম, একই এলাকার মৃত জিয়ার মিস্ত্রীর ছেলে আব্দুল গফফার ও ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পুকুরিয়া গ্রামের বর্তমানে ঘোপ বেলতলা পলিটেকনিক কলেজ রোড আলফা এ্যাগ্রো লিমিটেড কোম্পানীর মধ্যে আব্দুস সামাদের ছেলে রাজু।
উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যর রাজুকে  রোববার ভোর রাত পৌনে ৫ টায় ২শ’ পিস ইয়াবা,মাদকদ্রব্য বিভাগের হাতে সকাল ৬ টায় আব্দুল কুদ্দুস মন্ডল ৭পিস ইয়াবা,কোতয়ালি থানার এসআই সাহাবুলের হাতে রতন কুমার ও রনি ৫৫পিস ইয়াবা, উপশহর পুলিশ ক্যাম্পের হাতে হাসান আলী ৩০ পিস ইয়াবা,কোতয়ালি থানার এসআই মঞ্জুরুল হকের হাতে মিজানুর রহমান ইয়াবা বিক্রির নগদ ৯ হাজার টাকা,এসআই মোল্যা মিরাজ মোসাদ্দেকসহ একদল পুলিশ ভোর রাত পৌনে ৫ টায় ধর্মতলা রেলক্রসিংয়ের পাশ থেকে আবু তাহেরকে মাদকদ্রব্যসহ,কোতয়ালি থানার এসআই মনিরুল ইসলাম সকাল সোয়া ১০ টার পর বলতলা গ্রামস্থ মধূগ্রাম ও বলতলা ব্রীজের উপর থকে ওবাইদুল ইসলামকে ৫০ গ্রাম গাঁজা,কোতয়ালি থানার এসআই আমিনুর রহমান বেলা সাড়ে ১১টার পর ঝুমঝুমপুর উপজেলা পরিষদের গেটের সামনে থেকে রেজওয়ান হোসেনকে মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৬শ’ টাকা ও ইছালী পুলিশ ক্যাম্পের সদস্যরা শনিবার রাত ১১ টার সময় সরুইডাঙ্গা এনায়েতপুর আক্তার হোসেনের রাইচ মিলের মধ্যে থেকে ৪লিটার মদসহ আব্দুল করিম ও আব্দুল গফফারকে গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here