যশোরে পুলিশ কতৃক শারিরিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সন্মেলন

0
424

নিজস্ব প্রতিবেদক : কপিল রাজাকারের ছেলে রফিকুল ইসলাম ।ও শিওরদাহ ক্যাম্পের ইনচার্জ আশরাফুল যশোরে ঝিকরগাছা উপজেলার কুলিয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে জাহিদ হাসান চঞ্চলকে শারিরিক অত্যাচার ও মিথ্যা মামলা দেওয়ার ভয়ভিতির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদ হাসান চঞ্চল অভিযোগ করেন, সে বিদেশ থেকে ফিরে ১বছর হয় ট্রাক্টর চালিয়ে নিজ বাড়িতে আছেন। গত ১৯মার্চ দুপুরে শিওরদাহ ক্যাম্পের এক কনেষ্টবল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে ক্যাম্প ইনচার্জ আশরাফুলও কনেষ্টবল হান্নান চঞ্চলকে সারারাত হকিষ্টিক দিয়ে বেধড়ক পিটিয়ে কাছে থাকা নগত ৩০হাজার টাকা ও একটি মোবাইল সেট সিনিয়ে নেয়। এসময় দুটি সাদা কাগজে সইকরিয়ে নেয়। ঐমারের চিন্হ তার সারা শরিরে আছে বলে জানান। পরদিন দুপুরে চঞ্চলকে মুমুর্ষ অবস্হায় ক্যাম্প থেকে ছেড়ে দেয়। ও বলে এলাকায় মুজিবরের ছেলে মনির ও মৃত হারুনের ছেলে ওহিদুলের সাথে মিশতে দেখলে তোকে ক্রসে দিয়ে দেব বলে হুমকি দেয় ইন্চার্জ আশরাফুল। এরপর চঞ্চল জানতে পারে পূর্বশত্রতার জেরে এলাকার কপিল রাজাকারের ছেলে রফিকুল ইসলাম এর যোগসাজসে শিওরদাহ ক্যাম্পের ইনচার্জ আশরাফুল তার শারিরিক অত্যাচার করেছে। সংবাদ সন্মেলন চঞ্চল যশোর পুলিশ সুপারের কার্যালয়ে নালিশ জানান। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভুগির মামা অহিদুল ইসলাম ও ভাই মনিরুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here