যশোরে পুলিশ কনস্টেবল গনি সততার পরিচয় দিয়ে লাখ টাকা ফেরত দিয়েছে

0
546

বিশেষ প্রতিনিধি: ‍চাঁচড়া ফাঁড়ি পুলিশের কনস্টেবল আব্দুল গনি নগদ ১লাখ টাকা পড়ে পেয়ে প্রমান স্বাপেক্ষে ফেরত দিয়েছে। সততার পরিচয় দিয়েছে তিনি।
জানাগেছে,মঙ্গলবার বিকেল আনুমানিক ৫ টায় চাঁচড়া ফাঁড়িতে কর্মরত কনস্টেবল নং ৪২৮ আব্দুল গনি শহরের রেলরোডস্থ টিবি ক্লিনিক মোড় কমলের গ্যারেজের সামনে একটি পলিথিনের মধ্যে পড়ে থাকা ১লাখ টাকা পড়ে পান। তিনি পলিথিন প্যাকেট উঠিয়ে সেখানে কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে টাকা নিয়ে ফাঁড়িতে চলে যান। পরবর্তীতে ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বায়েজিদকে উক্ত টাকার বিষয় জানান।

তার পর আব্দুল গনি ও এসআই সৈয়দ বায়েজিদ ওই পথ দিয়ে যাওয়ার সময় দেখতে পান গ্যারেজের মধ্যে একটি লোকের মাথায় পানি ঢালা হচ্ছে। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারেন নড়াইল সদর উপজেলার বাসিন্দা মুন্নু শেখের ছেলে নড়াইল দলিল লেখক আব্দুর রহিমের ১লাখ টাকা হারিয়েছে। উপযুক্ত প্রমান দিয়ে বুধবার বিকেলে কোতয়ালি মডেল থানায় সাংবাদিকদের সামনে উক্ত টাকা হস্তান্তর করা হয়। সততার পরিচয় দিয়েছেন পুলিশ কনস্টেবল আব্দুল গনি। আব্দুর রহিম গনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here