যশোরে পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল চুরি, থানায় মামলা

0
192

নিজস্ব প্রতিবেদক:যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারী ওয়ার্ডের সামনে থেকে পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে বাগেরহাটের চিতলমারী থানার বড়বাড়ীয়া পুলিশ ক্যাম্পে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) ও যশোর সদর উপজেলার বড়ভেকুটিয়া গ্রামের সোহেল রানা এ মামলা করেন।
বাদীর অভিযোগ, তিনি গত ২৩ জানুয়ারী ৫ দিনের ছুটিতে বাড়িতে অবস্থান করছিল। তার পিতা বীর মুক্তিযোদ্ধা আকবর আলী শারিরীকভাবে অসুস্থ্য হওয়ায় ৩ ফেব্রুয়ারী যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারী ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করেন। ৮ ফেব্রুয়ারি রাতে হাসপাতালের করোনারী ওয়ার্ডের সামনে নীচে ফাঁকা জায়গায় তার ক্রয়কৃত বাজাজ ডিসকভার কালো ও নীল রংয়ের মোটর সাইকেল রেখে ঘাড়ে লক তালা দিয়ে চাবি নিয়ে বাদী ও তার ছোট ভাই আল-আমিন করোনারী ওয়ার্ডের তৃতীয়তলায় পিতাকে দেখতে যান। সেখানে অনুমান ১৫ মিনিট পর মোটর সাইকেলে রাখা স্থানে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। তাৎক্ষনিকভাবে আশপাশে খোঁজাখুঁজি করে তার মোটরসাইকেল না পেয়ে হাসপাতালের গেট সংলগ্ন সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ চেক করে দেখেন ওই দিবাগত রাত ৮ টা ৯ মিনিটে লাল রংয়ের হেলমেট ও কালো জ্যাকেট পরিহিত এক ব্যক্তি ওই মোটরসাইকেল চালিয়ে হাসপাতালের মেইন গেট দিয়ে বের হয়ে দড়াটানার দিকে যাচ্ছে। তার পিছুপিছু অজ্ঞাতনামা ৩/৪জন লোক দ্রুত মোটরসাইকেলে যাচ্ছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করার পরের দিন দিবাগত রাতে মামলা হিসেবে রেকর্ড করেন । এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরি যাওয়ার মোটরসাইকেলের সন্ধ্যান পুলিশ করতে পারেনি।