যশোরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু !! ময়না তদন্ত সম্পন্ন

0
479

নিজস্ব প্রতিবেদক, যশোর): যশোরে ট্র্রেনের বাতাসে দূর্ঘটনায় ও গলায় ফাস দিয়ে দুজনের মৃত্যু হয়েছে।তারা হলেন যশোর চৌগাছা উপজেলার বুড়িন্দে গ্র্রামের মৃত নেছারের ছেলে ইজিবাইক চালক মোজাম্মেল হোসেন(৪৫)এবং যশোর সদর উপজেলার ইছালী জগীপাড়া গ্রামের মোক্তার হোসেনের স্ত্রী ৩সন্তানের জননী নাসীমা খাতুন(৪০)। শনিবার সকালে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে তাদের ময়না তদন্ত সম্পন্ হয়।

নিহতের স্ত্রী মন্জুয়ারা ও হাসপাতাল সূত্রে জানাযায়, শুক্রবার সন্ধারাতে মোজাম্মেল তার বাইক চালিয়ে যশোর শহরস্ত ধর্মতলায় আসেন। সেখানে ইজিবাইক রেখে রেল লাইনের ধারে প্রশাব করতে যান। এসময় খুলনা গামি একটি চলন্ত ট্রেনের বাতাসে সে ছিটকে পড়ে। এতে ট্রেনলাইনের পাথরের উপর পড়ে সে গুরুতর আহত হন। স্হানিয়রা আহতকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। ওইরাতে চিকিৎসাধীন অবস্হায় সার্জারী বিভাগে ইন্টার্ন ডাক্তার শারমিন তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে ইছালী ইউপি সদস্য শহর বাণু জানান, নাসীমা খাতুন পারিবারিক কলহের জের ধরে শুক্রবার বিকালে নিজ ঘরের আড়ার সাথে দড়ি পেচিয়ে গলায় ফাস দিয়ে আত্বহত্যা করে। স্হানিয়দের খবরে ইছালী ফাড়ীর এসআই মিলন সরকার লাশ উদ্ধার করে সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য্ ওইদিন রাতে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে প্র্রেরন করেন। শহর বাণু আরো বলেন, নাসীমা খাতুন একজন মানুষীক প্রতিবন্দি ছিলেন সেকারনে তিনি একাজ করেছে।
হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ কনেষ্টবল রুহুল আমিন জানান, শুক্রবার সকালে ডাক্তার বাবুল কিশোর লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন। এরপর স্বজনরা লাশ বুঝে নেয়। এব্যাপারে পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here