যশোরে পোষ্টার লাগানোর সময় এনডিএফ দুই কর্মীকে মারপিট

0
543

বিশেষ প্রতিনিধি : জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের দুই কর্মীকে ছাত্রলীগের পরিচয়ে সন্ত্রাসীরা তাদেরকে মারধর করে গুরুতর আহত করেছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার রাত ১০টায় পোস্টারিং করার সময় ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসীরা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কর্মি মুকুল ও জুয়েলকে ডিসি অফিসের পাশ থেকে তাদের নেতা জনৈক নাহিদ ভাইয়ের সাথে কথা বলার জন্যে ডেকে এমএম কলেজের আসাদ হলে নিয়ে নির্মমভাবে প্রহার করেছে। স্থানীয়রা তাদেরকে ওই রাতেই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। এদিকে দুই কর্মীকে মারপিট করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিবৃতি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। নেতৃবৃন্দ ঘটনার সাথে সংশ্লিষ্টদের তদন্তপূর্বক গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। উল্লেখ্য. কমরেড হেমন্ত সরকারের স্মরণসভা ও জাতীয় ছাত্রদলের প্রকাশিত বিশিষ্ট লেখক ও রাজনীতিক মোহাম্মদ সুলতানের মৃত্যুবার্ষিকীর পোস্টার লাগানোর সময় এ ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here