যশোরে প্রকাশ্যে এক যুবতী অপহরণের ৬ মাস পর উদ্ধার

0
394

বিশেষ প্রতিনিধি : গত বছর ২০ নভেম্বর শহরতলী খাজুরা বাসস্ট্যান্ড সংলগ্ন চৌগাছা কাউন্টারের সামনে থেকে মোছাঃ রুমিচা খঅতুনকে অপহরনের অভিযোগে ছোট ভাইয়ের দায়ের করা মামলায় পুলিশ বৃহস্পতিবার অপহৃতা রুমিচা খাতুনকে উদ্ধার করেছে। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বর্তমানে উপশহর ই ব্লক মেরীর বাড়ির ভাড়াটিয়া মৃত সিদ্দিক মোল্যার মেয়ে। কোতয়ালি মডেল থানার এসআই জাহিদুর রহমান মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা হয়ে অপহৃতা রুমিচাকে উদ্ধার করে জানান,অপহরনের ঘটনা ঘটেনি। টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে অপহরনের ঘটনা সাজানো হয়েছে।
কোতয়ালি মডেল থানার এসআই জাহিদুর রহমান জানান,গত বছর ২২ নভেম্বর রুমিচা খাতুনের ছোট ভাই রিয়াজুল ইসলাম বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় ঝিনাইদহ জেলার সদর উপজেলার বেড়াশুলা গ্রামের সায়েম মন্ডলের ছেলে নুরু মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে । কোতয়ালি মডেল থানার মামলা নং ১০৯ তারিখঃ ২২/১১/২০১৮ ইং ধারা ৭/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর ২০০৩ সালের আইনে। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাবুন চন্দ্র বিশ্বাস তদন্ত শুরু করে। রুমিচা খাতুনকে উদ্ধারে ব্যর্থতার পরিচয় দেয়। পরবর্তীতে বাবুন চন্দ্র বিশ্বাস বদলী হয়ে গেলে মামলাটি এসআই জাহিদুর রহমানের উপর ন্যাস্ত হয়। তিনি মামলাটি গ্রহন পূর্বক তদন্ত কার্যক্রম শুরু করে। তিনি জানতে পারেন টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে নুুরুমিয়ার সাথে রুমিচা ও তার ছোট ভাই রিয়াজুল ইসলামের বিরোধ চলে আসছিল। বিরোধের সূত্রধরে মামলাটি দায়ের করে। অপহরনের ৬ মাস পর গতকাল বৃহস্পতিবার রুমিচা খাতুনকে খাজুরা বাসস্ট্যান্ড এলাকাকে উদ্ধার করে। আজ রুমিচা খাতুনের ডাক্তারী পরীক্ষা ও ২২ ধারার জবানবন্দি গ্রহন করা হবে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুর রহমান জানান। মামলার এজাহারে বলা হয়েছে রুমিচা খাতুন ঢাকায় গার্মেন্টেসে চাকুরীর জন্য যাওয়ার প্রাক্কালে নুরু মিয়াসহ অজ্ঞাতনামা ২/৩জন সাদা রংয়ের মাইক্রোবাস যোগে মাগুরার দিকে চলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here