যশোরে প্রকাশ্যে গুলিতে চা দোকানী খুনের ঘটনায় পুলিশ বাদি হয়ে দু’জনের নাম উল্লেখ করে মামলা

0
498

বিশেষ প্রতিনিধি: প্রকাশ্যে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়স্থ চিহ্নিত সন্ত্রাসীদের ছোড়া গুলিতে পুরি ও চা দোকানী টিপু (২৬) হত্যাকান্ডের ঘটনায় পুলিশ বাদি হয়ে দু’জনের নাম উল্লেখ করে কোতয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হচ্ছে, যশোর শহরের ষষ্টিতলা পাড়ার নিত্য ঘোষের ছেলে শিশির ও রেলরোডস্থ বেজপাড়া খাদ্য গোডাউনের পিছনে রবিউল ইসলাম ওরফে রবির ছেলে রাব্বী ইসলাম ওরফে শুভসহ অজ্ঞাতনামা ৬/৭জন। কোতয়ালি মডেল থানার এসআই নজরুল ইসলাম বাদি হয়ে শনিবার মামলাটি দায়ের করেন। কোতয়ালি মডেল থানার মামলা নং ৮০ তারিখঃ২৩/১২/১৭ ইং ধারা ৩০২/৩৪ পেনাল কোড। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড পিস্তলের গুলির খোসা উদ্ধার করেছে। হত্যা মামলার রেকর্ড হওয়ার পর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মামলাটি এসআই খবির হোসেনের উপর তদন্তর দায়িত্ব দেন। তদন্তকারী কর্মকর্তাসহ পুলিশ এজাহার নামীয় আসামীসহ ঘটনার সাথে জড়িত কাউকে গত ২৪ ঘন্টায় গ্রেফতার করতে পারেনি।উল্লেখ্য,গত শনিবার ২৩ ডিসেম্বর বেলা ১১টায় শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়স্থ টিপু সুলতানের পুরি ও চায়ের দোকানে অবস্থান নেওয়া ট্যাবলেট সোহেলকে হত্যার উদ্দেশ্যে নীল রংয়ের মোটর সাইকেলে যোগে শিশির ও শুভসহ দু’টি মোটর সাইকেলে ৬/৭জন এসে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চা দোকানী টিপুর বুকের মধ্যে ঢুকে মাটিয়ে লুটিয়ে পড়ে। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here