যশোরে প্রকাশ্যে সড়ক থেকে ছিনতাই হওয়া ডিম উদ্ধারের ঘটনায় নানা গুঞ্জন

0
459

বিশেষ প্রতিনিধি : যশোর ঝিনাইদহ সড়কের শানতলা থেকে ডিম বোঝাই পিকআপ ছিনতাইয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে অজ্ঞাত কারণে পুলিশ ব্যবস্থা গ্রহন করেনি। উল্টো ডিম বোঝাই পিকআপ উদ্ধার করে পুলিশ ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা উৎকোচ নেওয়ার ঘটনায় যশোরে ডিম ব্যবসায়ীদের মধ্যে পুলিশের দায়িত্ব নিয়ে নানা মন্তব্য শোনা গেছে।
যশোর শহরের ঘোপ জেলরোডস্থ এলাকার ভাইভাই এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী ডিম ব্যবসায়ী ক্ষমতাসীন সংগঠনের নেতা সফি সাংবাদিকদের জানান,মঙ্গলবার ২৪ এপ্রিল পাবনা জেলার সদর উপজেলার কেবুনিয়া এলাকার থেকে তার নামে ডিম বোঝাই পিকআপ আসছিল। সকাল আনুমানিক ৬ টায় পিকআপটি যশোর ঝিনাইদহ সড়কের যশোর সদর উপজেলার শানতলা নামকস্থানে পৌছালে সেখানে ওৎপেতে থাকা ৫/৬টি মোটর সাইকেল বহনকারী ছিনতাই ডিম বোঝাই পিকআপটিতে থামানোর জন্য রাস্তায় বেরিকেড দেয়। ব্যরিকেটে পিকআপটি থামার সাথে সাথে শহরের কারবালা এলাকার হাফিজের নেতৃত্বে একদল ছিনতাইকারী পিকআপ চালক রতনের মাথায় অস্ত্র ঠেঁকিয়ে পিকআপটি তাদের নিয়ন্ত্রনে নেয়। অস্ত্র মাথায় ঠেঁকিয়ে ডিম বোঝাই পিকআপটি শহরের কারবালা হাফিজের বাড়ি এলাকায় নিয়ে সেখানে ২৫ হাজার মুরগীর ডিম নামায়। এরপর চালকের চোখে কাপড় বাঁধা অবস্থায় পালবাড়ী মোড়ে এনে ছেড়ে দিয়ে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে পাবনার দিকে চলে যাওয়ার হুমকী দিয়ে চলে যায়। পিকআপ চালক বিষয়টি ডিম ব্যবসায়ী সফিকুল ইসলাম ওরফে সফিকে জানায়। সফি বিষয়টি জানার সাথে সাথে কোতয়ালি মডেল থানায় হাজির হয়ে তার ডিমের পিকআপ বোঝাই ডিম ছিনতাইয়ের বিষয়টি জানায়। কোতয়ালি মডেল থানায় টহল ডিউটিরত পিএসআই ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশ পিকআপ চালক রতনকে সাথে নিয়ে শহরের কারবালা এলাকায় সন্ত্রাসী হাফেজ এর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ২৪ হাজার ৭শ’ ডিম উদ্ধার করে। ডিম উদ্ধারের সময় উক্ত পিএসআই ওয়াহিদুজ্জামান ছিনতাইকারী প্রধান হাফেজকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। তবে সেখান থেকে হাফেজের দুই সহযোগীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দু’ ছিনতাইকারীর নাম জানাতে উক্ত পিএসআই ওয়াহিদুজ্জামান নারাজ দাবি করে তিনি কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করতে বলেন। সাংবাদিকরা অফিসার ইনচার্জ একেএম আজমলহুদার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজনের নাম ইউসুফ অপর জনের নাম জানেন না বলে জানান। ছিনতাইয়ের ঘটনা পাশ কাটিয়ে এটি অর্থ লেনদেনের বিষয় বলে জানান। পাবনার ডিম ব্যবসায়ি শহীদ সাংবাদিকদের জানান, তার ডিম বোঝাই পিকআপ যশোরের শানতলা এলাকা থেকে ছিনতাই হয়। পরে ব্যবসায়ী সফি’র সহযোগিতায় পুলিশ উদ্ধার করে। এদিকে জেলরোডের ডিম ব্যবসায়ি সফি জানান, কারো সাথে টাকা পয়সা লেনদেন নিয়ে তার কোন ঘটনা নেই। ছিনতাইকারিদের বাঁচাতে মোটা অংকের টাকার বিনিময়ে পুলিশ ছিনতাইয়ের ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চালাচ্ছে। সর্বশেষ পিএসআই ওয়াহিদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,ডিম উদ্ধারের সাথে জড়িত যে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল তারা প্রকৃত জড়িত নয়। তাদের কক্ষে হাফেজ জোরপূর্বক ডিম রেখেছিল। বিষয়টি যাচাই বাছাই করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন ডিম ব্যবসায়ী জানান,ডিম উদ্ধারের পর পুলিশ প্রকাশ্যে ডিম ব্যবসায়ী সফির কাছে ৩০ হাজার টাকা দাবি করে। সফি ২০ হাজার টাকা প্রদান করার পর পুলিশ ক্ষেপে উঠে। পরে পুলিশ তার চাহিদা মোতাবেক অর্থ নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here