যশোরে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন শ্র্রমিকের মৃত্যু

0
349

নিজস্ব প্রতিবেদক : যশোরে মাটিকাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে চিকিৎসাধীন বাবলু (৫৫) নামে এক শ্র্রমিকের বুধবার রাত ৩টায় মৃত্যু হয়েছে। নিহত বাবলু সদর উপজেলার বহল নগর গ্রামের মৃত নূরুল হক পাটোয়ারীর ছেলে।

ঘটনার বিবরনে স্হানিয়রা জানান, গত ০৫এপ্রিল বুধবার সকালে জাগরণী চক্রের মাদে অফিসের মনিরুজ্জামান, আজিজুর, ফিরোজ ও রফিকুলের নির্দেশে শ্রমিক বাবলু ওতার ছেলে আজিজুর এলাকার হাপানিয়া মাঠে মাটি কাটতে যায়। সেখানে জাগরী চক্রের ১৪বিঘা মাছের ঘেরের পাশে ওই এলাকার মৃত করম আলীর ছেলে মঈনউদ্দীন এর মাছের ঘের আছে। ভুলবুঝাবুঝির করনে ওই ঘেরের মাটিকেটে পাড় বাধাকে কেন্দ্র করে মঈনউদ্দীন ও শ্রমিকের মধ্যে সংঘর্স হয়। এতে মঈনউদ্দীন (৬৫) তার ছেলে লাল্টু (৩০) ও শ্রমিক বাবলু (৫৫)তার ছেলে আজিজুর (২৫) গুরুতর আহত হয়। ওই দিন সকাল ১১টায় স্থানিয়রা তদের উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে বাবলুর অবস্হা আশংকাজনকের কারনে ডাক্তার ইউসুফ আলী তাকে ঢাকা হাসপাতালে রেফার্ড করেন।

এরপর গতকাল বুধবার রাত ৩টায় বাবলুকে তার স্বজনরা আবার যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে মর্গে পাঠিয়ে দেয়।

কোতয়ালী থানার এসআই মোসারফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এব্যাপারে  থানায় ৬৮৮নম্বরে একটি জিডি হয়েছে।

 

১৩.০৪.১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here