যশোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের ঘটনায় লম্পটের অস্বীকার ২২ ধারা জবানবন্দি গ্রহন

0
285

বিশেষ প্রতিনিধি : ভিক্ষুক দম্পতির প্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে বাড়িওয়ালা কর্তৃক পর্যায়ক্রমে ধর্ষন অতপর অন্তসত্বার ঘটনায় শনিবার আদালতে ২২ ধারা জবানবন্দি গ্রহন করা হয়েছে। লম্পট ও ধর্ষক যশোর শহরের শংকরপুর পশ্চিম পাড়ার মৃত আত্তাবের ছেলে রানা হোসেন পুলিশের কাছে প্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে পর্যায়ক্রমে ধর্ষনের কথা স্বীকার করলেও আদালতে সোপর্দ করার পর জবানবন্দি দিতে অপারগতা প্রকাশ করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক সুমন ভক্ত জানিয়েছেন, কিশোরীর অন্তসত্বা প্রসাবের পর ডিএনএ টেষ্ট করা হবে।
প্রতিবন্ধী কিশোরীর মাতা শুক্রবার রাতে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তিনি ও তার স্বামী সকাল ৮ টায় বাড়ি হতে বের হয়ে বিকেল ৪ পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তি করতো। ভাড়া বাড়িতে এক মাত্র প্রতিবন্ধী কিশোরী মেয়েকে রেখে যেতেন। উক্ত বাড়ির মালিক রানা হোসেনের স্ত্রী বিগত ৭ মার্স পূর্বে স্বামী রানাকে ডিভোর্স দেয়। বাড়িতে প্রতিবন্ধী কিশোরী থাকার সুযোগে তাকে বিয়ের প্রলোভন দিয়ে রানা হোসেন একাধিকবার ধর্ষন করে। এক পর্যায় কিশোরীর পেট উচু দেখে তার মা বাবা তাকে বিষয়টি জ্ঞিাসাবাদ করলে সে জানায় রানা হোসেন তাকে বিয়ের প্রলোভন দিয়ে ইতিপূর্বে ১০/১২ বার ধর্ষন করেছে। পরে রানা হোসেনকে বিয়ের কথা জিজ্ঞাসাবাদ করলে সে তাদেরকে মারপিটসহ বাড়ি হতে চলে যাওয়ার হুমকী দেয়। পুলিশ রানা হোসেনকে গ্রেফতার করে থানায় আনার পর সে সব স্বীকার করে। পরে তাকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করে জবানবন্দি প্রদান করার কথা বলে সে অস্বীকার করে। তবে কিশোরীর ডাক্তারী পরীক্ষা ও ২২ ধারা জবানবন্দি সম্পন্ন করেছেন।