যশোরে বঞ্চিতা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রানুর উপর হামলাও আসামীদের গ্রেফতারের দাবিতে আগামীকাল মানববন্ধন

0
370

বিশেষ প্রতিনিধি: শহরের বাবু বাজার ও ঝালাইপট্টি সংলগ্ন বাসিন্দা বঞ্চিতা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুর নাহারের উপর হামলার সাথে জড়িত কথিত স্বামী এডভোকেট আমির হোসেন ও তার সহযোগীদের পুলিশ গত ৯ দিনে আটক করতে পারেনি। মামলা করে বাদী নুর নাহার ওরফে রানু চরম আতংকের মধ্যে দিন অতিবাহিত করছে। কথিত স্বামী আমির হোসেন ও তার দেহরক্ষী ফতে বেগম,রাব্বিসহ সন্ত্রাসীরা প্রতিনিয়ত হুমকী ধামকী দিচ্ছে। মামলা তুলে নিতে রানুর পরিবারের সদস্যদের অব্যাহতভাবে হুমকী ধামকী দিচ্ছে। আসামী গ্রেফতার না হওয়া ও গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আজ ১৩ আগষ্ট সকালে বেশ কয়েকটি এনজিও’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হবে। যশোর শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাবের সামনে সকাল ১০ থেকে মানববন্ধন কর্মসূচী পালিত হবে বলে এনজিও’র কর্মকর্তারা জানিয়েছেন। উল্লেখ্য,গত ৪ আগষ্ট শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় শহরের ঘোপ জেলরোডস্থ বাইলেন খসরুর বাড়ির নীচতলায় প্রবাসী মাসুদের স্ত্রী ফতে বেগমের বাড়িতে এডভোকেট আমির হোসেন রানুকে ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে আনে। রানু ফতে বেগমের একটি কক্ষে কথিত স্বামী আমির হোসেনের সাথে অবস্থান করায় হঠাৎ ঘরের দরজা বন্ধ করে আমির হোসেনের নেতৃত্বে ফতে বেগম,তার ছেলে রাব্বিসহ অজ্ঞাতনামা ৫/৬জন রানুকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ী ভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। রানুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আমির হোসেন রানুকে স্বামী দাবি করলে প্রাণে শেষ করে দেওয়ার হুমকী দিয়ে দ্রুত সটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় রানুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে অসুস্থ্য থেকে হাসপাতালের বিছানায় ভর্তি থাকা অবস্থায় একজনের মাধ্যমে ৫ আগষ্ট শনিবার কোতয়ালি মডেল থানায় আমির হোসেন,ফতে বেগম ও রাব্বিসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে। কোতয়ালি মডেল থানার এসআই হাসানুর রহমান প্রাথমিক তদন্তে রানুর দায়ের করার অভিযোগ নামার সত্যতা পান। পরবর্তীতে অভিযোগ নাম এজাহার হিসেবে নথিভূক্ত করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হাসানুর রহমান এজাহার নামীয় আসামীদের হামলার ৯ দিনের গ্রেফতার না করায় আসামীরা অব্যাহতভাবে রানুকে হুমকী ধামকী দিচ্ছে।বর্তমানে রানু ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। অব্যাহতভাবে হুমকী ও আসামীদের গ্রেফতারের দাবিতে সম্প্রতি যশোরে বেশ কয়েকটি এনজিও’র কর্মকর্তা ও সদস্যরা অসুস্থ্য রানুর বাড়িতে দেখতে যান। সেখান থেকে এনজিও কর্মকর্তারা ওই দিন ঘোষনা দেন ১৩ আগষ্ট মানববন্ধন কর্মসূচী পালনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here