যশোরে বস্তার মধ্যে বিপুল পরিমানের বোমা উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ৩০জনের বিরুদ্ধে পুলিশের মামলা

0
431

বিশেষ প্রতিনিধি : শহরের খড়কী শাহ আব্দুল করিম রোড এফডিসি পাড়া মোড়স্থ এলাকার এক বাড়ির সীমানায় ছোটবড় ৬০টি বোমা উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ২৫/৩০ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই আবুল খায়ের বাদি হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি করেন।
তিনি মামলায় উল্লেখ করেন, গোপন সূত্রে খবর পান শহরের ষষ্টিতলা পাড়াস্থ তরিকুল গং ও শিশির গংয়ের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে খড়কী শাহ আব্দুল করিম রোড এফডিসি পাড়া মোড় মাহাবুবুর রহমানের বাড়ির সীমানার মধ্যে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ৪টি প্লাস্টিকের বস্তায় বোমা নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশের বেশ কয়েকটি দল ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দ্রুত পালাতে থাকে। এ সময় তাদের কাছে থাকা বস্তা মাহাবুবুর রহমানের বাগানের মধ্যে নারিকেল গাছের নীচে ফেলে যায়। পরবর্তীতে পুলিশ উক্ত বস্তা স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তার মধ্যে বোমা জব্দ করে। পুলিশ জব্দকৃত বোমার মধ্যে ৬টি বড় ও ৫৪টি ছোট রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ খড়কী ও তার আশপাশ এলাকায় পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here