যশোরে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
357

নিজস্ব প্রতিবেদক : যশোরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আযৈাজিত ‘সাংবাদিকতার নীতিমালা, অনুসন্ধানী সাংবাদিকতায় লক্ষ্যনীয় বিষয় সমূহ ও তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। আজ সকালে জেলা সার্কিট হাউজে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেসকাউন্সিল। এতে প্রধান অতিথি হিেেসবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সদস্য ও ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধূরি, সাংবাদিক নেতা সৈয়দ ইশতিয়াক রেজা ও আব্দুল মজিদ।
এই প্রশিক্ষনে যশোরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ৬০জন সাংবাদিক দিন ব্যাপাী এই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলেদেয়া হয়। দিনব্যাপি এ প্রশিক্ষণ আয়োজনের জন্যে আয়োজকদের ধণ্যবাদ জানান যশোরের সাংবাদিকবৃন্দ।