যশোরে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির আয়োজনে ৫ দফাদাবী বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

0
312

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি (বিএফএস) আয়োজনে সারা দেশের ফুল উৎপাদক ও ফুল ব্যবসায়ীসহ ফুল সংশ্লিষ্টদের পক্ষে রোববার ১৬ ফেব্রুয়ারী প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আব্দুর রহিম আন্তজার্তিক মাতৃভাষা দিবস সামনে রেখে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে তার লিখিত বক্তব্যে বলেন, ফুল সেক্টরের সংশ্লিষ্টদের সুবিধা অসুবিধা ভাল মন্দ মিলিয়ে তাদের উন্নয়নের জন্য বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি কাজ করে যাচ্ছে। বাণিজ্যিকভাবে ফুল উৎপাদন ও বাজারজাত করণের সম্ভাবনাময় সেক্টর হিসাবে বর্তমানে দেশের ২৫টি জেলায় ২০ হাজার কৃষক ছয় হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুল উৎপাদক করে সারা দেশে বাজারজাত করছে। যার বাজার মূল্য প্রায় ১৫ শ’ কোট টাকা। প্রায় ৩০ লক্ষ মানুষ ফুল উৎপাদন ও বাজারজাত করণের সাথে পরস্পর জীবন জীবিকায় নিয়োজিত। প্রতিবছর ফুল উৎপাদন ও বাজার সম্প্রসারণ হচ্ছে। অথচ গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে বাজার সম্প্রসারণে স্থবির অবস্থা। এর কারণ অনুসন্ধানের পাওয়া যায় যে দেশে যে সমস্ত জাতের ফুল আমাদের দেশে উৎপাদন হচ্ছে,ঠিক সেই সমস্ত ফুলের আকার আকৃতি দিয়ে প্লাস্টিকের তৈরী ফুল আমদানী করছে ঢাকা চট্টগ্রাম শহরের কিছু স্বার্থন্বেষি ইভেন্ট কোম্পানী,তারা বিদেশ থেকে প্লাস্টিকের ফুল আমদানী করে ফুল সেক্টরটি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয় যে কারণে প্লাস্টিকের ফুল আমদানী ও ব্যবহার বন্ধ করা প্রয়োজন তা হচ্ছে, প্লাস্টিকের ফুল পরিবেশের জন্য ক্ষতিকারণ,দেশীয় উৎপাদিত কাঁচাফুলের চাহিদার উপর প্রভাব ফেলছে,স্বল্প সংখ্যক মানুষের স্বার্থ সংলক্ষণ হচ্ছে,কারোনা ভাইরাসসহ নানা দূরারোগ্য ব্যাধিতে দেশের মানুষ আক্রান্ত হতে পারে ও বেকারত্ব বৃদ্ধি ও দেশীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে। তাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফুল ব্যবসায়ীরা ৫ দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হচ্ছে, দ্রুত প্লাষ্টিকের ফুল আমদানীকারকদের চিহ্নিত করে আমদানী বন্ধের ব্যবস্থা করতে হবে। প্লাস্টিকের ফুল ব্যবহারে ক্ষতিকারক দিকগুলো সরকারীভাবে গণসচেতনতার জন্য প্রচারের ব্যবস্থা করতে হবে,বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানীর তালিকা প্লাস্টিকের ফুলের উপর ৫শ’ শতাংশ ট্যাক্স ভ্যাট বৃদ্ধি করতে হবে,সরকারী সফল অনুষ্ঠানে প্লাস্টিকের ফুল ব্যবহার বন্ধ করতে হবে ও সরকারী ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে যে সমস্ত ফুলের ব্যবহার হয় তা ফুল সংশ্লিষ্ট (ফুলচাষী,ফুল ব্যবসায়ী) দের নিকট থেকে কাঁচা ফুল ক্রয়ের ব্যবস্থা করতে হবে। তাদের দাবি সমূহ সরকারিভাবে কোন পদক্ষেপ গ্রহণ না করলে পরবর্তী কর্মসূচী হচ্ছে সারাদেশের ফুল উৎপাদন ও বাজারজাতকরণ এলাকায় সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন কর্মসূচী অব্যাহত থাকবে।