যশোরে বানিয়াবহু গ্রামে শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত : দুইজনের মৃত্যু

0
407

বিশেষ প্রতিনিধি : যশোর সদর উপজেলার বানিয়াবহু গ্রামে শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের মধ্যে দুইজন মারা গেছে এবং ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা সুস্থ্ হয়ে বাড়িতে ফিরেছেন। এদিকে যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্দ ইব্রাহীম গ্রামটি পরিদর্শন করে মশা নিধন কার্যক্রম শুরু করেছেন।
সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস জানান, যশোরে বানিয়াবহু গ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এ গ্রামে ইতোমধ্যে শতাধিক মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। তবে সামাজিক কারণে তাদের নাম জানাতে তিনি অনীহা প্রকাশ করেন। ঢাকাসহ বিভিন্ন ক্লিনিকে ১৬জন চিকিৎসাধীন রয়েছেন। কয়েকজনের অবস্থা আশংকাজনক। এ অবস্থার খবর পেয়ে যশোর সদর উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ ইব্রাহীম বৃহস্পতিবার মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস, ওয়ার্ড সদস্য মঞ্জুরে মাহবুব, ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। কর্মসূচির উদ্বোধনের পর তিনি গণসচেতনতা উঠান বৈঠক করেন। বানিয়াবহু গ্রামের যুবসমাজসহ স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার থেকে এ কমিটি গ্রামে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। এ কাজে সদর উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে বলে উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইব্রাহীম জানান, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতায় জনগণকে সম্পৃক্ত করতে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অব্যাহত থাকবে। উল্লেখ্য, বানিয়াবহু গ্রামের পশ্চিমপাড়া এবং এড়েন্দা গ্রামের সীমানায় পতিত জলাশয়ে এডিস মশার লার্ভার অস্তিত্ব রয়েছে বলে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যার ফলে দ্রুততম সময়ের মধ্যে যশোর সদর উপজেলা ও মণিরামপুর উপজেলার নির্বাহী অফিসার পৃথক ভাবে ওই এলাকায় মশা নির্ধন কর্মসূচির উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here