যশোরে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে যুবতী ধর্ষিতা, ধর্ষক গ্রেফতার, মামলা দায়ের

0
312

নিজস্ব প্রতিবেদক : বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে এক যুবতি (২০) চাচাতো ভাই মানিক (২৪) কর্তৃক ধর্ষনেরর স্বীকার হয়েছে। এ ঘটনায় জাস্টিস এন্ড কেয়ারের সহযোগীতায় ধর্ষক মানিককে গ্রেফতার করেছে। সে যশোর শহরের বারান্দীপাড়া বাউ বাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ধর্ষিতা যুবতীকে আদালতে সোপর্দ করে তার ২২ ধারার জবানবন্দি গ্রহন পূর্বক নিরাপদ হেফাজতে পাঠিয়েছে।
ধর্ষিতা যুবতী সোমবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় উক্ত মানিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন,দিনাজপুর জেলার বাসিন্দা তিনি। গত ২২ অক্টোবর তিনি দিনাজপুর জেলা থেকে যশোর শহরের বারান্দীপাড়া বউ বাজার বান্ধবী মনিরয়মের বাড়িতে বেড়াতে আসে। বেড়াতে এসে বান্ধবী মরিয়মের চাচাতো ভাই মানিকের সাথে পরিচয়। প্রথম দেখাতে মানিক বিয়ের প্রলোভন দিয়ে যুবতীকে ফুসলাতে থাকে। এক পর্যায়ে যুবতীকে বিয়ের প্রস্তাব দেয়। পরের দিন শুক্রবার ২৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টায় মানিক ও তার পিতামাতা যুবতীকে যশোরের একটি অফিসে নিয়ে যায়। যুবতীকে একটি কাগজে স্বাক্ষর করায়। ২৩ অক্টোবর রাত ১০ থেকে পরের দিন ২৪ অক্টোবর সকাল ৭ টা পর্যন্ত যুবতীকে মানিক একাধিক বার তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। এতে যুবতীকে অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্য হয়ে পড়লে তার সাথে মানিক খারাপ আচারক ও মারধোর পর্যন্ত করে বাড়ি থেকে বের করে দেয়। যুবতীর সাথে সংসার করবে না বলে জানিয়ে দেয়। উপায়ন্তর না পেয়ে যুবতী মানিকের এক আত্মীয়র কাছে আশ্রয় নেয়। সেখান থেকে গোপনে যশোর জাস্টিস এন্ড কেয়ার অফিসে মোবাইল ফোনের মাধ্যমে ফোন ঘটনার বিষয় অবহিত করে। জাস্টিস এন্ড কেয়ার অফিসের কর্মকর্তা শাওলী সুলতানা ও আসাফুর রহমান কোতয়ালি মডেল থানার পুলিশের সহযোগীতায় মানিককে গ্রেফতার করে। এ ঘটনায় যুবতী মানিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে মানিককে জিজ্ঞাসাবাদের এক পর্যায় মানিক পুলিশের কাছে বিষয়টি স্বীকার করে। যুবতীর অভিভাবক এখানে না থাকায় ও নিরাপত্তার কথা ভেবে তাকে আদালতে সোপর্দ করে। কোতয়ালী থানার ইন্সপেক্টর তদন্ত শেখ তাসমিম আলম জানান, আজ যূবতি ২২ ধারার জবানবন্দি গ্রহন পূর্বক নিরাপদ হেফাজতে রাখার আবেদন জানালে বিজ্ঞ আদালতের বিচারক যুবতীকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামী মানিককে জেল হাজতে প্রেরন করেন।