যশোরে বিজিবি’র হাতে ১০ পিস স্বর্ণের বারসহ আটক ওয়াহাব দু’দিনের রিমান্ডে

0
182

নিজস্ব প্রতিবেদক : যশোরে সোনা পাচার মামলায় আটক আব্দুল ওয়াহাবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক আসামির রিমান্ড আবেদনের শুনানী শেষে এ আদেশ দেন। ওয়াহাব বেনাপোলের ছোট আচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ৯ মার্চ বিকেলে বিজিবি সদস্যরা বেনাপোল গামী একটি ইজি বাইক আমড়াখালি চেকপোস্টে তল্লাশির জন্য থামান । এ সময় যাত্রী আব্দুল ওয়াহাবের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার দেহ তল্লাশি করা হয়। এসময় প্যান্টের কোমরে বিশেষ কায়দায় আটকানো ১০পিচ সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১শ’৬৬ গ্রাম। দাম ৮১ লাখ ৬১ হাজারটাকা। এ ব্যাপারে আমড়াখালি বিজিবি চেকপোস্টের হাবিলদার নুরুল ইসলাম বাদী হয়ে চোরাচালান দমন আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান আটক আসামির সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল আসামির রিমান্ড আবেদনের শুনানী শেষে বিচারক আসামির দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।