যশোরে বিদেশী ওয়ান স্যুটারগানসহ যুবক গ্রেফতার

0
212

নিজস্ব প্রতিবেদক : চাঁচড়া ফাঁড়ি পুলিশ সোমবার দিবাগত গভীর রাতে শহরের চাঁচড়া রায়পাড়াস্থ সার গোডাউনের দক্ষিন কোন এলাকা থেকে বিদেশী তৈরী ওয়ান স্যুটারগানসহ বাধন আহম্মেদ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়ার কবির আহম্মেদের ছেলে।
চাঁচড়া ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানান, সোমবার ২২ মার্চ রাত সোয়া ১১ টায় চাঁচড়া রেলগেটে অবস্থানকালে গোপন সূত্রে খবর পায় শংকরপুর জমাদ্দার পাড়ায় বাধন আহম্মেদ এর বসত বাড়িতে আসন্ন ৩১ মার্চ যশোর সদর পৌরসভা নির্বাচনে কোন এক পক্ষের হয়ে সহিংসতা করার উদ্দেশ্যে বিস্ফোরকদ্রব্য সহ একজন ব্যক্তি অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১ টায় উক্ত বাড়িতে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাধন আহম্মেদ পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সে পুলিশের কাছে স্বীকার করে তার কাছে ওয়ান স্যুটারগান রয়েছে। বাধন আহম্মেদের স্বীকারোক্তি মোতাবেক চাঁচড়া রায়পাড়াস্থ সার গোডাউনের দক্ষিণ কোনে পাকা রাস্তা সংলগ্ন ড্রেনের পাশ মাটির নীচে পলিথিনে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখ বিদেশী ওয়ান স্যুটারগান বের করে দেয়। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা করে। গ্রেফতারকৃত আসামী বাধন আহম্মেদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা রয়েছে বলে থানার রেকর্ড যাচাই করে নিশ্চিত হন পুলিশ। মঙ্গলবার ২৩ মার্চ দুপুরে তাকে আদালতে সোপর্দ করে।