যশোরে বিদেশী মদ ও একশ’পিস ইয়াবা উদ্ধার॥ দু’জন মাদক বহনকারী গ্রেফতার

0
411

বিশেষ প্রতিনিধি :উপশহর পুলিশ ক্যাম্প ও চাঁচড়া ফাঁড়ি পুলিশ আলাদা অভিযান চালিয়ে একশ’ পিস ইয়াবা ও চার বোতল বিদেশী মদ উদ্ধার করেছে। এ সময় দুই মাদক বহনকারীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার রহেলাপুর গ্রামের মৃত মকবুলের ছেলে আব্দুস সবুর ও যশোর শহরের ঘোপ কবরস্থান পাড়া জনৈক শাহজাহান এর বাড়ির ভাড়াটিয়া মৃত জাফর আলীর ছেলে সুরুজ খান।
উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই শরিফ উদ্দিন জানান, শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পান শহরের ঘোপ কবরস্থানের উত্তর পাশে রাস্তার পাশে জনৈক মাদক বিক্রেতা ইয়াবা বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছালে সেখানে থাকা সুরুজ খান পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১শ’ পিস ইয়াবা উদ্ধার দেখায়। উক্ত এএসআই আরো জানান,বৃহস্পতিবার সুরুজ খানকে মাদক বিক্রির অভিযোগে এলাকাবাসী গণপিটুনী দিলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শুক্রবার সকালে ছাড়পত্র গ্রহন করে সে পুনরায় ইয়াবা বিক্রি শুরু করে।অপরদিকে,চাঁচড়া ফাঁড়ি পুলিশ শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে চাঁচড়া চেকপোষ্ট পাবলিক টয়লেট এর সামনে থেকে আব্দুস সবুর খানকে গ্রেফতার করে। এ সময় তার সহযোগী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শিবপুর বর্তমানে যশোর শহরের ঘোপ জেলরোড তরিকুল ইসলামের বাড়ির পশ্চিম পার্শ্বে শ্বশুর বাড়ির সাহেব আলীর ছেলে আব্দুল্লাহ পালিয়ে যায়। আব্দুস সবুরের কাচে প্লাস্টিকের ব্যাগের মধ্যে থাকা ৪ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here